Rakhi Making: রাখি তৈরি বদলে দিয়েছে এই গ্রামের অর্থনীতি

Last Updated:

Rakhi Making: বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে গৃহবধূদের হাতে রাখি তৈরির দৃশ্য। জানা গিয়েছে গৌড়ডাঙা গ্রামের এই মহিলারা প্রায় ১৫ বছর ধরে এই শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন

রাখি তৈরি 
রাখি তৈরি 
পূর্ব বর্ধমান: রাখি শিল্পের সঙ্গে যুক্ত থেকেই হাল ফিরেছে পূর্ব বর্ধমানের এই গ্রামের মহিলাদের। কাটোয়া-২ ব্লকের অন্তর্গত গৌড়ডাঙা গ্রাম। এই গ্রামের বেশ কিছু মহিলা রয়েছেন যাঁরা দীর্ঘ বহু বছর ধরে রাখি তৈরি করেন। গৌরডাঙা গ্রামের পাল পাড়া, সদগোপ পাড়া মিলিয়ে প্রায় ৫০ জনেরও বেশি মহিলা এই শিল্পের সঙ্গে যুক্ত। সংসার সামলানোর পরেও তাঁরা প্রত্যেকেই রাখি তৈরি করেন। গৌড়ডাঙা গ্রামের এই পাল পাড়া, সদগোপ পাড়ার প্রায় বাড়িতেই চলে রাখি তৈরির কাজ।
বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে গৃহবধূদের হাতে রাখি তৈরির দৃশ্য। জানা গিয়েছে গৌড়ডাঙা গ্রামের এই মহিলারা প্রায় ১৫ বছর ধরে এই শিল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন। এই বিষয়ে গ্রামের রাখি শিল্পী রাসমণি পাল বলেন, বাড়িতে বসে থাকার থেকে এই কাজ অনেক ভাল। আমাদের বেশ কিছু টাকা উপার্জনও হয়। আমরা কালনা থেকে এই রাখি নিয়ে আসি। আবার তৈরি হয়ে গেলে কালনাতেই দিয়ে আসি।
advertisement
advertisement
রাখি তৈরির পয়সা দিয়েই অল্প অল্প করে তাঁরা সাজিয়ে তুলেছেন নিজেদের সংসার। এছাড়াও এই গ্রামের বেশ কিছু কলেজ পড়ুয়াও যুক্ত রয়েছে এই রাখি তৈরির কাজের সঙ্গে। এই প্রসঙ্গে কাটোয়া কলেজের প্রথম বর্ষের পড়ুয়া সায়নী পাল, সুদীপা পাল জানিয়েছে, এই রাখি তৈরি করতে তাঁদের ভাল লাগে। এখান থেকে যা অর্থ উপার্জন হয় সেটা দিয়েই তাঁরা তাঁদের কলেজের যাতায়াত ভাড়া, টিউশন ফি সব কিছু মেটান। নিজেদের হাতখরচও এখান থেকেই উঠে আসে বলে তারা জানিয়েছে। পড়াশোনার পর যেটুকু সময় তারা ফাঁকা থাকে সেই সময় আড্ডা না দিয়ে রাখি তৈরির কাজ করেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rakhi Making: রাখি তৈরি বদলে দিয়েছে এই গ্রামের অর্থনীতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement