Bangla News: ঠিক যেন দশভূজা! ঘর সামলে লাঠি হাতে কোথায় তেড়ে গেলেন মহিলারা! দেখুন কী কাণ্ড

Last Updated:

Bangla News: একজন-দু'জন মহিলা নন গোটা গ্রামের সব মহিলারাই হাতে লাঠি তুলে নিয়ে এগিয়ে এলেন, কোথায় গেলেন তাঁরা জানেন? চমকে যাবেন...

+
লাঠি

লাঠি হাতে পেরে যাচ্ছেন মহিলারা

হুগলি: কথায় আছে যে রাঁধে, সে চুলও বাঁধে। তবে তাঁরাই আবার প্রয়োজন পড়লে হাতে অস্ত্র তুলে নিতে জানেন। একজন-দু’জন মহিলা নন গোটা গ্রামের সব মহিলারাই হাতে লাঠি তুলে নিয়ে এগিয়ে এলেন, গ্রামের মধ্যেই যে অবৈধ ভাবে মদ তৈরি চলছে তার প্রতিবাদ করতে।
নিজেরাই উদ্ধার করে নিয়ে এলেন চোলাই মদ তৈরির সরঞ্জাম-সহ চোলাই পচানি মদ। গ্রামের পুরুষদের মদের আসক্ত থেকে দূর করার জন্য এবার এগিয়ে এলেন গ্রামের মহিলারাই। স্থানীয় সূত্রে খবর, গোঘাটের ভাদুর অঞ্চলের মেথুল ও পোরাবাগান গ্রামের অধিকাংশ মহিলাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই গ্রামে রমরমিয়ে চলছে চোলাই তৈরি ও বিক্রি।
আরও পড়ুন: বয়স ৫০ হতে চলা অক্ষয়ের আজও সংসার করা হল না, কাপুর পরিবারের মেয়ের সঙ্গে গভীর প্রেম, বিয়েও ঠিক! কিন্তু…
তার জেরে প্রভাব পড়ছে তাঁদের বাড়িতে। বাড়ছে পুরুষদের মদের প্রতি আসক্ত। বারবার পুলিশ, আবগারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এমনকী টাকার বিনিময়ে অনেকে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। তাই এইদিন গ্রামে আবগারি দফতরের গাড়ি ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে লুকানো মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ NIRF-এর, প্রথম দশে বাংলার কোন কলেজ জায়গা পেল?
গোটা গ্রাম আবগারি পুলিশদের ঘোরানোর পাশাপাশি মহিলারাই ভাঙচুর করে চোলাই তৈরির সরঞ্জাম। এমনকী সেই উদ্ধার হওয়া চোলাই, আবগারি দফতরের গাড়ির সামনে ফেলে দেন তাঁরা। স্থানীয় এক মহিলা জানান, গ্রামের মধ্যে কিছু বাড়ি রয়েছে যারা চোলাই মদ তৈরি ও বিক্রি করার কাজ করে। তাঁদের পেছনে কাদের মদত আছে জানা নেই। তবে বারবার পুলিশের অভিযানের পরেও এই কাজ বন্ধ হচ্ছিল না। এর প্রভাব এসে পড়ছে তাদের সংসারের উপরে। ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। সংসারের সব পয়সা নষ্ট করে ফেলছে পরিবারের পুরুষরা।
advertisement
মদের আসক্ত হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই এবার প্রতিবাদে নেমে পড়েছেন গ্রামের সব মহিলারা। পুলিশ ও আবগারি দফতরের সামনে বাড়ির ভেতরে ঢুকে ঢুকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নিয়ে এসে ভেঙে ফেলেছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রামের মধ্যে এই ধরনের অবৈধ ব্যবসা যারা করছে তারা যাতে বন্ধ করে এবং পুলিশ যারা এই অবৈধ কাজ করছে তাদের জন্য গ্রেফতার করে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ঠিক যেন দশভূজা! ঘর সামলে লাঠি হাতে কোথায় তেড়ে গেলেন মহিলারা! দেখুন কী কাণ্ড
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement