Knowledge Story: ১০০০-১২০০ টাকা কেজির নীচে পাওয়াই যায় না, স্বাদে-গন্ধে ইলিশের 'শত্রু', প্রোটিনে ভরপুর এই মাছ আপনি চেনেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: উত্তরবঙ্গবাসীর দাবি, ভাপা হোক বা সর্ষে বাটা। আর যদি মচমচে ভাজার কথা বলা হয়, তবে এই মাছের ধারেকাছে আসতে পারবে না কেউ। ইলিশও না।
advertisement
advertisement
শোনা যায়, কোচবিহারের মহারানি ইন্দিরা দেবী থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় মাছ ছিল বোরোলি। মহারানি যখন কলকাতা বা মুম্বইয়ে থাকতেন, তখন বিমানে করে বোরোলি পৌঁছে যেত সেই সব শহরে। এমনকি, রাষ্ট্রপতি ভবনেও যাত্রা করেছিল বোরোলি। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য উত্তরবঙ্গ সফরে এলেই পাতে রাখতেন বোরোলি মাছ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রিয় মাছের তালিকায় রয়েছে বোরোলি।
advertisement
advertisement
শুধু উত্তরবঙ্গের নদীতেই বোরোলি পাওয়া যায়। তাও আবার সব নদীতে নয়। জলঢাকা, কালজানি, তিস্তা, তোর্সাতেই মেলে। জলঢাকা ও তোর্সার বোরোলি তুলনামূলক খর্বকায়। তবে স্বাদে গন্ধে তিস্তার বোরোলিই সবার সেরা। তিস্তার স্রোত বেয়ে আসা এই মাছের স্বাদ অন্য কোথাও আর মেলে না। অনেকেই এই মাছকে তিস্তার 'ইলিশ' বলে ডাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement