Hooghly News: শীতের সকালের ঘন কুয়াশা! পাহাড় প্রেমী বাঙালিকে মনে করাচ্ছে দার্জিলিংয়ের কথা

Last Updated:

Hooghly News: এখন প্রতিটা সকাল মনে করছে পাহাড়ের কথা। কারণ ভোর থেকে সকাল ন'টা পর্যন্ত যে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে গোটা জেলা তাতে যে কোন মানুষজনের মনে পড়ে যাচ্ছে পাহাড়ের মেঘের কথা।

+
শীতের

শীতের সকালের ঘন কুয়াশার ছবি

হুগলি: এখন প্রতিটা সকাল মনে করছে পাহাড়ের কথা। কারণ ভোর থেকে সকাল ন’টা পর্যন্ত যে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে গোটা জেলা তাতে যে কোন মানুষজনের মনে পড়ে যাচ্ছে পাহাড়ের মেঘের কথা। ঠিক যেভাবে পাহাড়ি উপত্যকায় মেঘ নেমে আসে, ঠিক তেমনি এখন শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গোটা জেলা। শীতের সকালের কুয়াশা সঙ্গে ঠান্ডা হাওয়া মানুষজনদের মনে করাচ্ছে পাহাড়ের কথা।
আরও পড়ুনঃ ঘড়ি ধরে ‘এই’ সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করুন! হু হু করে ঝরবে চর্বি, শরীরও থাকবে ফিট
পাহাড়ি উপত্যকায় যেভাবে মেঘ নেমে আসে, যেভাবে পাহাড়ের কোল থেকে মেঘ সরে যায় আবার ও মেঘে ঢেকে যায় গোটা এলাকা ঠিক সেভাবেই সকালবেলায় হুগলি জেলার প্রতিটা শহর ঢেকে যাচ্ছে কুয়াশায়। কুয়াশার কারণে জীবনযাপন কিছুটা বিঘ্নিত হলেও, শীতের এই কুয়াশা একটা অন্য আমেজ দিচ্ছে আপামর বাঙালিকে। সকালের গরম চায়ের সঙ্গে কুয়াশার চাদরে মোরা গোটা শহর যেন বারবার মনে করাচ্ছে ঘুম, পোখরি, দার্জিলিং এর কথা। পাহাড় প্রেমী বাঙালি শহরের কুয়াশাতেও পাহাড়ের মেঘের আমেজ নিতে ছাড়ছেনা। আগে ভোর বেলায় যতনা মানুষ রাস্তায় বেরতেন, এখন শুধু কুয়াশা দেখার জন্যই বহু মানুষ তারা রাস্তায় বেরোচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ ভিটামিন-ফাইবারে ঠাসা মিষ্টি আলু, আটকায় হার্ট অ‍্যাটাক! রোজ এঁরা পাতে রাখুন এই সবজি, কাছে ঘেঁষবে না সুগার
সকালের কুয়াশার কারণে, একদিকে যেমন যান চলাচল ধীর গতিতে হচ্ছে। সকাল থেকেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তেমনই ট্রেনও চলছে ধীরগতিতে, মাঝে মাঝে ফেরী পরিষেবা ও ব্যাহত হচ্ছে। কারণ কুয়াশার কারণে দৃশ্যমান্যতা একেবারে শূন্যর কাছাকাছি এসে দাঁড়িয়েছে । তবে সকাল পেরিয়ে বেলা বাড়ার সঙ্গেই গায়েব হয়ে যাচ্ছে কুয়াশার চাদর। সকাল ১০ টা থেকে একেবারে জীবন যাপন স্বাভাবিক ছন্দে ফিরে আসছে মানুষের। ভোরের ঘন কুয়াশা গায়েব হয়ে নেমে আসছে শীতের মিঠে রোদ। এই সময়টাই বাঙালির ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তবে পাহাড় যাদের মন টানে তারা শহরের কুয়াশা দেখেই আমেজ নিচ্ছেন পাহাড়ের।
advertisement
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শীতের সকালের ঘন কুয়াশা! পাহাড় প্রেমী বাঙালিকে মনে করাচ্ছে দার্জিলিংয়ের কথা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement