Bangla News: অজয় নদে ডুব দিয়ে এ কী পেলেন মহিলা! ছুটে এল গোটা গ্রাম, দেখেই চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: এক সপ্তাহের মধ্যে অজয় নদ থেকে দেবমূর্তি ও গৌরীপট্ট উদ্ধারে কেতুগ্রামের বিল্বেশ্বর গ্রামে চাঞ্চল্য ছড়ায়।
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া: অজয় নদ থেকে ফের মূর্তি উদ্ধারের ঘটনা ঘটল। এবার কেতুগ্রামের বিল্বেশ্বর গ্রামের ঘটনা। অজয় নদে স্নান করতে গিয়ে প্রাচীন প্রস্তরমূর্তি উদ্ধার করল গ্রামের এক গৃহবধূ। কয়েকদিন পর নদীর কিছুটা দূরে গ্রামেরই এক যুবক একটি পাথরের গৌরীপট্ট উদ্ধার করে। প্রস্তরের দেব মূর্তি ও গৌরীপট্ট গ্রামের বিল্বনাথ মন্দিরে বেল গাছের নিচে রাখা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে অজয় নদ থেকে দেবমূর্তি ও গৌরীপট্ট উদ্ধারে কেতুগ্রামের বিল্বেশ্বর গ্রামে চাঞ্চল্য ছড়ায়।মন্দির কর্তৃপক্ষ মূর্তিটি শিবের প্রস্তর মূর্তি বলে দাবি করলেও গবেষকরা জানান মূর্তিটি বটুক ভৈরভের,চৌষট্টি যোগিনীর অন্যতম ভৈরব হল মূর্তি। এই মূর্তির গুরুত্ব হিন্দু তন্ত্রশাস্ত্রে অপরিসীম।
advertisement
advertisement
কাটোয়া মহকুমা এলাকায় অজয় নদের গর্ভ থেকে প্রায়ই মূর্তি উদ্ধারের ঘটনা ঘটে। অজয় নদের একপাড়ে কেতুগ্রাম অন্যপাড়ে মঙ্গলকোট। এবার কেতুগ্রামের বিল্বেশ্বর গ্রাম থেকে এক সপ্তাহের মধ্যে একটি বেলে পাথরের মূর্তি ও একটি পাথরের গৌরীপট্ট উদ্ধার হয়।বুধবার গ্রামের গৃহবধূ শুভঙ্করী মাঝি স্নান করতে গিয়ে নদীর ঘাট থেকে পাথরের মূর্তি দেখতে পায়।
advertisement
পরে গ্রামবাসীদের উপস্থিতিতে বেলে পাথরের শিবমূর্তিটি উদ্ধার করে মন্দির চত্বরে বেল গাছের নিচে রাখা হয়। দুদিন পর নদীর কিছুটা দূরে বরুণ পাল নামে এক যুবক স্নান করতে গিয়ে একটি পাথরের গৌরীপট্ট পায়। শিবলিঙ্গের কোন সন্ধান না পেয়ে গৌরীপট্টের ঠাঁই হয় বেলগাছের নিচে। এর আগেও কয়েক বছর আগে অজয় নদের গর্ভ থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে।
advertisement
গ্রামবাসীদের দাবি বার বার নদী থেকে মূর্তি উদ্ধার হয় তার কারণ এই বিল্বেশ্বর গ্রাম খুবই সমৃদ্ধ পূণ্যভূমি। আবার অনেকের দাবি, গ্রাম খুবই সমৃদ্ধ,অনেক মন্দির ছিল এখানে বন্যাপ্রবণ এলাকা হওয়ায় বিল্বেশ্বর গ্রামের বাড়ি-ঘর জলে ভেসে গিয়েছিল। নদীতে বালি তোলার ফলে এখন সেই সব মূর্তির দেখা মিলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 6:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অজয় নদে ডুব দিয়ে এ কী পেলেন মহিলা! ছুটে এল গোটা গ্রাম, দেখেই চক্ষু চড়কগাছ সকলের