Sodepur News: সোদপুরের অমরাবতী ময়দান নিয়ে মুখ‍্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত! পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ

Last Updated:

Sodepur News: সোদপুরের অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। প্রায় ৮৫ বিঘার ওই মাঠের বড় অংশ বিক্রির পরিকল্পনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার সেই খবর জানতে পেরে অধিগ্রহণের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee
Mamata Banerjee
সোদপুরঃ সোদপুরের অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। প্রায় ৮৫ বিঘার ওই মাঠের বড় অংশ বিক্রির পরিকল্পনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার সেই খবর জানতে পেরে অধিগ্রহণের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ টয়লেটে পলিথিন-কাপড় ফেলায় বিপত্তি, মাঝ আকাশ থেকে শিকাগো ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
বেশ কিছু দিন ধরেই এলাকায় জল্পনা চলছিল, মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রির পরিকল্পনা হয়েছে। মাঠের মালিক ‘সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব চিল্ড্রেন ইন ইন্ডিয়া’ (এসপিসিআই)-র তরফেও বিষয়টি স্বীকার করে দাবি করা হয়, আবাসন প্রকল্পের বাকি অংশে জনকল্যাণমূলক একাধিক প্রকল্প করা হবে। বিষয়টি পানিহাটির বিধায়ক এবং পুরপ্রধানকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু হাই কোর্টের রায়ে স্পষ্ট রয়েছে, অলাভজনক ও জনকল্যাণমূলক সংস্থা ‘এসপিসিআই’ ওই মাঠকে বাণিজ্যিক বা লাভজনক কাজে ব্যবহার করতে পারবে না। তেমন কিছু করা হলে সরকার ফের সংস্থাকে নোটিস পাঠাবে। সেখানে স্থানীয় প্রশাসন সব জেনেও চুপ ছিল কেন, সেই প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
পদ ছাড়ুক পানিহাটির চেয়ারম্যান। পুরমন্ত্রীর ফোন চেয়ারম্যানকে। বারবার বলার পরেও মানা হচ্ছে না নির্দেশ। কড়া ভাবে আজ ফোন পুরমন্ত্রীর। আজকেই দায়িত্ব ছাড়তে হবে, ফের বার্তা পুরমন্ত্রীর। অমরাবতীর ঘটনায় নাম জড়ায় পুর চেয়ারম্যানের
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sodepur News: সোদপুরের অমরাবতী ময়দান নিয়ে মুখ‍্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত! পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement