Fact Check: টয়লেটে পলিথিন-কাপড় ফেলায় বিপত্তি? মাঝ আকাশ থেকে শিকাগো ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান? আসলে কী ঘটল জানুন

Last Updated:

Air India Flight: ৫ মার্চ শিকাগো থেকে দিল্লি রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু মাঝ আকাশে দেখা যায়, টয়লেট বিকল। কমোডে কেউ পলিথিন ব্যাগ, টুকরো কাপড় ফেলে ফ্ল্যাশ করেছিল।

News18
News18
Fact Checked by NewsChecker
নয়া দিল্লি: কী বিপত্তি! ৫ মার্চ শিকাগো থেকে দিল্লি রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু মাঝ আকাশে দেখা যায়, টয়লেট বিকল। কমোডে কেউ পলিথিন ব্যাগ, টুকরো কাপড় ফেলে ফ্ল্যাশ করেছিল। ব্যস, সব আটকে যায় পাইপলাইনে। অগত্যা বাধ্য হয়ে ফের শিকাগো ফিরে যায় বিমান।
এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “২০২৫-এর ৫ মার্চ শিকাগো থেকে দিল্লিগামী ফ্লাইট AI126-এর টয়লেট অচল হয়ে পড়ায় বিমানটিকে মাঝপথ থেকে শিকাগোর ও’হারে বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে।“
advertisement
advertisement
আরও পড়ুনঃ খুব সাবধান, প্রবল বিষাক্ত! গরম পড়লেই আশেপাশে কিলবিল করে এইসব সাপ সুযোগ পেলেই ঘরে ঢুকে আসে
ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ারলাইন্স সংস্থা। তারা জানিয়েছে, “আমাদের টিম পাইপলাইনে পলিথিন ব্যাগ, কাপড় ও অন্যান্য বস্তু আটকে থাকার প্রমাণ পেয়েছে। যার কারণে টয়লেট সমস্যা হয়েছিল। বাধ্য হয়েই ফ্লাইট ফিরিয়ে আনা হয়। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।“
advertisement
শিকাগো থেকে ১০ ঘণ্টা ওড়ার পর এই সমস্যা ধরা পড়ে। মাঝ আকাশ থেকেই বিমান ফের শিকাগো ফিরে যায়। ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। কীভাবে এমন কাণ্ড ঘটল, তা বুঝতে পারছেন না অনেকেই। অহেতুক ভোগান্তির কারণে এয়ারলাইন্স সংস্থাকেই দুষছেন তাঁরা।
advertisement
২৮ সেকেন্ডের একটি ভিডিও, যেখানে যাত্রীদের বিমানের ভেতরে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দাবি করা হচ্ছে যে এটি দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ভিডিও, যা ৬ মার্চ শিকাগোতে ফেরত পাঠানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। টয়লেট বন্ধ থাকার কারণে এই বিমানটি বাতিল করা হয়েছিল।
advertisement
নিউজচেকার কীফ্রেমগুলির একটি রিভার্স ইমেজ সার্চ চালায়, যার ফলে আমরা ৬ জানুয়ারী, ২০২৫ তারিখে X-এ শেয়ার করা একই ভিডিওতে পৌঁছাই , যেখানে বলা হয়েছে যে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের যাত্রীদের বলা হয়েছিল যে বিমানে সাত ঘণ্টা বসে থাকার পর ফ্লাইট বাতিল করা হয়েছে।
advertisement
“লন্ডনের গ্যাটউইকে বিমানে ৭ ঘণ্টা অপেক্ষা করা এয়ার ইন্ডিয়ার যাত্রীরা যখন জানতে পারলেন যে ফ্লাইট বাতিল করা হয়েছে, তখন তারা প্রতিক্রিয়া জানিয়েছিলেন,” তুরস্ক-ভিত্তিক টিভি অনুষ্ঠান লন্ড্রা আকতুয়েলের ৬ জানুয়ারি, ২০২৫ তারিখে ইংল্যান্ড-সম্পর্কিত সংবাদের উপর আলোকপাত করে একটি ইনস্টাগ্রাম পোস্ট পড়ে।
advertisement
যদিও আমরা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারিনি যে ভাইরাল ভিডিওটি কখন এবং লন্ডনের গ্যাটউইকের কিনা, আমরা নিশ্চিত করতে পারি যে এটি ইন্টারনেটে ৬ মার্চ, ২০২৫ তারিখে ব্যাপকভাবে প্রকাশিত শৌচাগার দুর্ঘটনার কমপক্ষে দুই মাস আগে থেকে রয়েছে, যার ফলে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান শিকাগোতে ফিরে যেতে বাধ্য হয়েছিল।
Attribution: This story was originally published at NewsChecker
Original Link: https://newschecker.in/fact-check/old-unrelated-video-shared-as-footage-from-air-india-flight-forced-to-return-to-us-due-to-clogged-toilets
Republished by News18 Bangla.com as part of the Shakti Collective
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Fact Check: টয়লেটে পলিথিন-কাপড় ফেলায় বিপত্তি? মাঝ আকাশ থেকে শিকাগো ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান? আসলে কী ঘটল জানুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement