Bangla News: বাবা স্মৃতিভ্রষ্ট, বৃদ্ধা মায়ের হাতে ৩০০ টাকা ধরিয়ে স্টেশনে ফেলে পালাল একমাত্র ছেলে! বাংলার এই ঘটনায় চোখে জল আসবে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bangla News: বেশ কিছুদিন ধরে রেলের প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও স্বামী গোবিন্দ পুরকাইত। বয়স আনুমানিক ৭৫ বছর। একমাত্র ছেলে তাঁদের ফেলে পালিয়েছে বলে অভিযোগ।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও স্বামী গোবিন্দ পুরকাইত। বয়স আনুমানিক ৭৫ বছর। গোবিন্দ পুরকাইত স্মৃতিভ্রষ্ট হয়েছেন। হাঁটাচলা করতে পারেন না। তাই প্ল্যাটফর্মে একটা পাতলা প্লাস্টিকের উপরেই দিন রাত তাঁকে শুয়ে থাকতে হচ্ছে।
স্ত্রী কমলা পুরকাইতের দাবি, তাঁর একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত এদিন তাঁদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছেন। বাড়ির দক্ষিণ ২৪ পরগনার রায়চকে। হাতে দিয়ে গিয়েছেন মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খেয়েই চলছে দিন গুজরান। তার মধ্যেই কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকেই চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির।
advertisement
আরও পড়ুন: বালিগঞ্জের অভিজাত আবাসনের জানালা থেকে পড়ে মৃ*ত্যু আইনজীবীর, কীভাবে হল এমন? বাড়ছে রহস্য
তাই তাঁদের সম্বল বলতে শুধুমাত্র সহৃদয় ব্যক্তিদের দেওয়া খাবার। প্ল্যাটফর্মের রেল যাত্রীদের দাবি, অমানবিক সন্তানের যথোপযুক্ত শাস্তি আর অবশ্যই দম্পতিকে যাতে তাঁর নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন।
advertisement
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় বড় পোস্টে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন? রইল বিশদে
এ প্রসঙ্গে এক রেল যাত্রী বলেন, ‘এমন ঘটনা যে ঘটতে পারে তা বিশ্বাসই করা যায় না। আজকের দিনে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, তা কল্পনার বাইরে। যে ছেলেকে বাবা-মা কোলে পিঠে করে মানুষ করে বড় করে সেই মাকে কীভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে দিয়ে চলে যায় তা স্বপ্নের বাইরে। এই ধরনের সমস্যার অনেক ক্ষেত্রেই দেখা গেছে তবে সেটা কানে শুনেছি আজ তার চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম।’ এখন কবে এই সব থেকে মুক্তি পাবে এই বৃদ্ধ বাবা মা, সেটা সময়ের অপেক্ষা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাবা স্মৃতিভ্রষ্ট, বৃদ্ধা মায়ের হাতে ৩০০ টাকা ধরিয়ে স্টেশনে ফেলে পালাল একমাত্র ছেলে! বাংলার এই ঘটনায় চোখে জল আসবে