Howrah News: রাস্তার পাশের গাছই আতঙ্ক! কেন এমন ঘটনা ঘটছে? ঘুম উড়েছে হাওড়ার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bangla News: গাছের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের, বহু আবেদন নিবেদনেও সেই গাছে থেকে রক্ষে পাচ্ছে না মানুষ, ব্যস্ততম রাজ্য সড়কের পার্শ্ববর্তীতে থাকা গাছ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাওড়া: গাছের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের। বহু আবেদন নিবেদনেও সেই গাছে থেকে রক্ষে পাচ্ছে না মানুষ। ব্যস্ততম রাজ্য সড়কের পার্শ্ববর্তীতে থাকা গাছ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যে পথ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে সেই পথের উপরেই একাধিক শুকনো গাছের কঙ্কাল। গাছের নিচে রয়েছে বেশ কিছু স্থায়ী ও অস্থায়ী দোকান।
সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত এলাকা। দোকান বাজার কেন্দ্র করে সারাদিন ব্যস্ত হয়ে ওঠে ওই স্থান। যতদিন যাচ্ছে বিপদের আশঙ্কা আরও বেশি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। গত কয়েক বছরে আরও শুকিয়ে পড়েছে। ভেঙে পড়ছে গাছের ডালপালা, ফলে আতঙ্কে উলুবেড়িয়া রঘুদেবপুর কেটোপোল সংলগ্ন এলাকার মানুষ। পাঁচলা মোড় থেকে বাউরিয়া যাবার মাঝেই চোখে পড়বে রাজ্য সড়কের পাশেই রয়েছে একাধিক শুকনো গাছ। যে কোনও মুহূর্তে বড়সর দুর্ঘটনার আশঙ্কা।
advertisement
advertisement
স্থানীয় মানুষের পাশাপাশি আতঙ্কে পথ চলতি মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ওই শুকনো গাছে আগুন লাগার ঘটনা। ঘটনা সামনে আসতে দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড়সর বিপদ এড়ানো সম্ভব হয় সেদিন। আগুন লাগার ঘটনা সামনে আসতে দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
আরও পড়ুনঃ বেপরোয়া গতি মোটর ভ্যানের পরপর ধাক্কা, কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত শিশুকন্যা
এ প্রসঙ্গে স্থানীয় রঘুদেবপুর পঞ্চায়েত সদস্য সঙ্গে যোগাযোগ করলে জানা গিয়েছে, দ্রুত গাছ কাটার প্রস্তুতি চলছে। আগেও গাছের বিপজ্জনক ডালপাল কেটে নামানো হয়েছে। যাতে করে নতুন করে দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: রাস্তার পাশের গাছই আতঙ্ক! কেন এমন ঘটনা ঘটছে? ঘুম উড়েছে হাওড়ার
