Bangla News: বেপরোয়া গতি মোটর ভ্যানের পরপর ধাক্কা, কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত শিশুকন্যা
- Reported by:ARPAN MONDAL
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: রায়দিঘি থেকে মোটর ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে পর পর ধাক্কা। প্রথমে রায়দিঘি এলাকায় একটি বাচ্চা মেয়েকে ধাক্কা মারে, সেখান থেকে দ্রুতগতিতে পালিয়ে এসে নলগড়া এলাকায় একজনকে ধাক্কা মারে
কুলতলি: রায়দিঘি থেকে মোটর ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে পর পর ধাক্কা। প্রথমে রায়দিঘি এলাকায় একটি বাচ্চা মেয়েকে ধাক্কা মারে, সেখান থেকে দ্রুতগতিতে পালিয়ে এসে নলগড়া এলাকায় একজনকে ধাক্কা মারে, সেখান থেকে আবার পালিয়ে কুলতলির ৯ নম্বর সোনাটিকারি এলাকায় এসে ফের ধাক্কা মারে আসিদুল গোলদার (১৪) নামে এক বালকের, ঘটনায় আসিদুলকে জামতলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ঘটনায় মোটর ভ্যান চালক-সহ দু’জনকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। রায়দিঘির বাচ্চা মেয়েটিকে স্থানীয় মানুষের উদ্ধার করে রায়দিঘি হাসপাতালে নিয়ে যায় নলগড়ার ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই দু’জনই বর্তমানে চিকিৎসাধীন।
advertisement
advertisement
মৃতের দাদা রাইহান ঢালির অভিযোগ, “নলগড়া এলাকায় ধাক্কা মারার পরে মোটরভ্যান চালক নিজের প্রাণ বাঁচাতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে আসছিল, পিছন দিক থেকে প্রচুর মানুষ চিৎকার করে থামতে বলছিল। কিন্তু ওই ড্রাইভার দ্রুত গতিতে এসে আমার ভাই রাস্তার ধারে বসেছিল, তাঁকে ধাক্কা মারে।” পরে সবাই মিলে ড্রাইভারকে ধরে পুলিশে হতে তুলে দেয়। এই রাস্তাতে দ্রুত গতিতে সব সময় গাড়ি চলে। প্রায় দুর্ঘটনা ঘটে প্রশাসন কোনও দিকে নজর দেয় না বলে অভিযোগ। কুলতলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
advertisement
অর্পন মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 04, 2023 2:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: বেপরোয়া গতি মোটর ভ্যানের পরপর ধাক্কা, কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত শিশুকন্যা










