Bangla News: বাড়ি-বাড়ি ঘুরছিলেন বাম প্রার্থী, আচমকা বিকট আওয়াজ! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Bangla News: প্রার্থীকে নিয়ে ঘুরে ঘুরে বাড়িতে প্রচার করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ আরএসপির।
বহরমপুর: প্রার্থীকে নিয়ে ঘুরে ঘুরে বাড়িতে প্রচার করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ আরএসপির। পাল্টা আরএসপি থেকে বোমাবাজি করে বলে অভিযোগ তৃণমূলের। আর মঙ্গলবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সালার থানার কাগ্রাম অঞ্চলের ডাঙাগ্রাম।। বেশ কয়েকটি বাড়িতে বোমাবাজি করা হয়। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। সালার থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। বুধবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, চারজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। সকল অভিযুক্তকে গ্রেফতার করা হবে। গ্রামে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার রাতে সালার থানার কাগ্রাম অঞ্চলের ডাঙাগ্রামে আর এস পি প্রার্থী সাজিদা বেগমকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছিলেন আর এস পি প্রাক্তন বিধায়ক ঈদ মহম্মদ সহ নেতৃত্বরা। সেইসময় এলাকায় ব্যাপক বোমাবাজি চলে বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। একাধিক বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। যদিও কেউ আহত হয়নি। তবে ঘটনার জেরে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
advertisement
advertisement
গ্রামবাসী গোলাম কুদ্দুস বলেন, আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ বাড়ির বাইরে বিকট আওয়াজ শুনতে পাই। বেড়িয়ে দেখি একের পর বোমা পড়ছে। আমার বাড়ির জানলার সব কাঁচ ভেঙে গিয়েছে। আমি ক্ষতিপূরন চাই। গ্রামবাসী মিলনি বিবি বলেন, রাতে আমার বাড়িতে কেউ ছিলনা। আর তখনই বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা নিরাপত্তা চাই। আর এই ঘটনায় তৃণমূল ও আর এস পির অভিযোগ একে অপরের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী ফারুক সেখ বলেন, পরিকল্পিতভাবে এলাকার বোমাবাজি করা হয়েছে। আমাকে ও তৃণমূল কর্মীদের খুনের পরিকল্পনা করেছিল আর এস পির দুষ্কৃতীরা। আমি থানায় অভিযোগ জানিয়েছি।
advertisement
আর এস পি নেতা গোলাম মোওলা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রার্থীকে নিয়ে ভোটের প্রচার করছিলাম। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের লক্ষ্য করে বোমাবাজি করতে শুরু করে। কোনওরকমে পালিয়ে এসে আমরা প্রাণে বাঁচি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 8:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাড়ি-বাড়ি ঘুরছিলেন বাম প্রার্থী, আচমকা বিকট আওয়াজ! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ