Lakshmir Bhandar: ভোটে নজর লক্ষ্মীর ভাণ্ডারে, শাসক-বিরোধী সকলের মুখে এখন একই কথা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শাসক-বিরোধী এই সব তরজা শুনে অনেকেই বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার যেন এখন ভোটের ভাণ্ডার!
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ভোটে নজর লক্ষ্মীর ভাণ্ডারে। শাসক-বিরোধী সকলের মুখেই এখন লক্ষ্মীর ভাণ্ডারের কথা। এবং কথার যুদ্ধ। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন, ‘‘লক্ষ্মীর ভাণ্ডারে এখন পাঁচশো পান। আমাদের জেতান। আমরা ক্ষমতায় এলেই তা ২ হাজার করে দেব। আর কেউ যদি এখন বিজেপি করার অপরাধে না পান, তাহলে আমাকে জানান আমি সরকারের কাছ থেকে কীভাবে সেই টাকা আদায় করতে হয় বুঝে নেব। কারণ টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, সরকারের টাকা।’’
লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই বিজেপিকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বিজেপি মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডার ২০০০ টাকা করে দেব। আমি বলি তোমরা বলেছিলে উজালা গ্যাস দেবে বিনা পয়সায়, তাও তো কেড়ে নিয়েছো। ভোট এলেই শুধু মিথ্যে কথা বলে।’’
advertisement
advertisement
আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারে নজর লক্ষ্মীর ভাণ্ডারে। একুশের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা হয়ে ওঠে অন্যতম তুরুপের তাস। কারণ, এ রাজ্যে মহিলা ভোটার প্রায় ৪৯ শতাংশ। সংখ্যায় ৩ কোটি ৫৬ লক্ষ ৯০ হাজার ৩৭ জন। একুশে ভোট দেন ২ কোটি ৯১ লক্ষ ৭৫ হাজার ২৮৮ জন।
advertisement
পর্যবেক্ষকদের মতে, একুশের ভোটের ফলে স্পষ্ট, মহিলাদের বিপুল সমর্থন পেয়েছে তৃণমূল। ফের মুখ্যমন্ত্রী হয়ে মমতার সরকার রাজ্য জুড়ে চালু করে দেয় লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের জন্য মাসে মাসে পাঁচশো টাকা
এসসি-এসটি সম্প্রদায়ের মহিলা হলে মাসে হাজার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার শুরু থেকেই কার্যত ‘সুপারহিট’ সরকারি প্রকল্প।
advertisement
তথ্য বলছে, এখনও পর্যন্ত ১ কোটি ৯৭ লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিরোধীরাও বুঝতে পারছে, মহিলাদের মন জয়ের অন্যতম হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার। তাই এ নিয়ে সুর চড়ানোর বদলে বিরোধী পদ্ম শিবিরের গলায় এখন প্রতিশ্রুতি। শুভেন্দু অধিকারীকে এখন বিভিন্ন রাজনৈতিক সভায় বলতে শোনা যাচ্ছে যে, ‘‘মা বোনেরা ভয় পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের নয়। একজনেরও যদি বন্ধ হয়, পঞ্চায়েত সদস্য ও মণ্ডল সভাপতিকে গ্যারেন্টার রেখে গেলাম। আমার কাছে আসবেন। সুদ ও আসলের টাকা মমতার সরকারের কাছ থেকে আদায় করে দেওয়ার দায়িত্ব আমার।’’ আর শাসক-বিরোধী এই সব তরজা শুনে অনেকেই বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার যেন এখন ভোটের ভাণ্ডার!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 7:17 AM IST