Ketu Gochar 2023: চিত্রায় কেতুর গোচর, এই ৫ রাশি উপার্জন ও উন্নতি নিয়ে পড়তে চলেছে সমস্যায়!

Last Updated:

শ্রীকল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগীয় প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি আমাদের জানাচ্ছেন যে বর্তমানে কেতুর গোচর রাশিচক্রের ৫ রাশির পক্ষে দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

কলকাতা: প্রতারণা করে অমৃত পান করেছিলেন অসুর রাহু, অপরাধে শ্রীহরি বিষ্ণু সুদর্শন চক্রে তাঁর মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন। অমৃতের প্রভাবে অমর মস্তক রাহু এবং দেহ কেতু নামে নবপরিচিতি লাভ করে অন্তর্ভুক্ত হন গ্রহমধ্যে। জ্যোতিষে রাহু এবং কেতু সাধারণত অশুভ ফলপ্রদানকারী রূপেই চিহ্নিত। মাঝে মাঝে অবশ্য তাঁরা শুভ ফলও প্রদান করে থাকেন। তবে শ্রীকল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগীয় প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি আমাদের জানাচ্ছেন যে বর্তমানে কেতুর গোচর রাশিচক্রের ৫ রাশির পক্ষে দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তিনি জানিয়েছেন, ২৬ জুন, ২০২৩ তারিখ, সোমবারে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে চিত্রা নক্ষত্রে কেতুর গোচর সম্পন্ন হয়েছে।
মিথুন
সিদ্ধান্তহীনতা গ্রাস করবে, মনোযোগে বিঘ্ন দেখা দেবে। স্বভাব রুক্ষ হয়ে থাকবে, বাক্য হবে কর্কশ। এই সময়ে তাই ক্রোধ সম্বরণ করা অতীব প্রয়োজন। অন্যথায় কর্মক্ষেত্র থেকে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে। শিক্ষার্থীদেরও এই সময়ে আশানুরূপ ফল মিলবে না।
advertisement
advertisement
কর্কট
কেতুর চিত্রা নক্ষত্রে অবস্থানের ফলে পরিবারে অশান্তি দেখা দেবে। এই সময়ে পরিবারের সদস্যদের, বিশেষত মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ দেখা দেবে। যথাযথ যত্ন না নিলে তাঁর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা
অন্যের সমালোচনার জন্য কন্যারা এমনিতেই কুখ্যাত, এই স্বভাব এবার বিপদ ডেকে আনবে। রূঢ় বাক্যপ্রয়োগের কারণে ব্যক্তিগত সম্পর্কে ভাঙন দেখা দেবে, সঙ্গী/সঙ্গিনীর কাছ থেকে দূরে থাকতে হতে পারে। স্বভাব সংযত না করলে কর্মক্ষেত্রেও সমস্যা হবে, যার দরুন উপার্জনে বিঘ্ন ঘটতে পারে।
advertisement
মকর
উপার্জন হ্রাসের সম্ভাবনা রয়েছে, বিশেষত যাঁরা ব্যবসায় রয়েছেন, তাঁদের লাভের হার কমতে থাকবে। রীতিমতো কঠের পরিশ্রম না করলে উপার্জন স্বাভাবিক রাখা সম্ভব হবে না। এই পরিশ্রমের কারণে স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে।
advertisement
মীন
কেতু গোচরের এই সময়কালে স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, পুরনো কোনও ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, গাড়ি চালানোর সময়ে বিশেষ করে সতর্ক থাকা দরকার। অগ্নিকাণ্ডে সম্পত্তিনাশের সম্ভাবনা রয়েছে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করলেই ঠকতে হবে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Ketu Gochar 2023: চিত্রায় কেতুর গোচর, এই ৫ রাশি উপার্জন ও উন্নতি নিয়ে পড়তে চলেছে সমস্যায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement