বাল্য বিবাহের পরেই বন্ধ হতে বসেছিল পড়াশোনা, ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তরুণ! তার পর…

Last Updated:

NEET Result Success story: শৈশব থেকেই ডাক্তারি পড়ার স্বপ্ন ছিল রামলালের। ফলে তখন থেকেই শুরু হয়েছিল লড়াইটা। দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত লড়াই। বাবা দিনমজুর। বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকত না।

বাল্য বিবাহের পরেই বন্ধ হতে বসেছিল পড়াশোনা! ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তরুণ! তার পর…
বাল্য বিবাহের পরেই বন্ধ হতে বসেছিল পড়াশোনা! ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তরুণ! তার পর…
শক্তি সিং, কোটা: বাল্য বিবাহ সমাজের জন্য এখনও অন্যতম বড় চ্যালেঞ্জ। আসলে বাল্য বিবাহ শিশুর জীবনের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। এমনকী তাদের স্বপ্নগুলিও চুরমার করে দেয়। তবে অদম্য ইচ্ছাশক্তি থাকলে অবশ্য কোনও বাধাই বাধা নয়, তা আরও এক বার প্রমাণ করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করলেন রাজস্থানের চিতোরগড় জেলার ঘোসুন্দা এলাকার বাসিন্দা রামলাল ভোই। কোনও প্রতিকূল পরিস্থিতিতে মাথা নত না করে নিট পরীক্ষায় দারুণ ফল করেছেন তিনি। আজ তাঁর সাফল্যের গল্পই শুনে নেওয়া যাক।
শৈশব থেকেই ডাক্তারি পড়ার স্বপ্ন ছিল রামলালের। ফলে তখন থেকেই শুরু হয়েছিল লড়াইটা। দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত লড়াই। বাবা দিনমজুর। বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকত না। এর পর রামলাল ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন মাত্র ১১ বছর বয়সেই তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল পরিবারের জোরাজুরিতে। স্ত্রী-ও সমবয়সী। বাল্য বিবাহের পরে চলতে থাকে পড়াশোনা। তবে দশম শ্রেণীর পাঠ শেষ করার পরেই বাড়ি থেকে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য চাপ আসতে থাকে। আসলে মানুষের পিছিয়ে পড়া অন্ধকারাচ্ছন্ন ভাবনার কারণে লেখাপড়ার সফরটা ততটাও সহজ ছিল না রামলালের জন্য।
advertisement
advertisement
তিনি জানান, পড়াশোনা করতে চেয়েছিলেন তাঁর স্ত্রী-ও। কিন্তু দশম শ্রেণীর পরে তাঁকেও পড়াশোনা ছাড়তে বাধ্য করা হয়েছিল। তবে স্বামীর পড়াশোনার জন্য নিজের ইচ্ছেটাকেও বিসর্জন দিয়েছিলেন তিনি। স্বামীর যাতে পড়াশোনা করতে অসুবিধা না হয়, তার জন্য শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করে গিয়েছেন।
advertisement
পরিবারের চাপে রামলালের পড়াশোনা প্রায় বন্ধই হতে বসেছিল। কিন্তু উদয়পুরে পালিয়ে গিয়েছিলেন তিনি। মূলত রামলালের বাবাই চাইতেন না, ছেলে আরও পড়ুক। কিন্তু এক বন্ধুর বাবা এসে বোঝানোর পরে ছেলের পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরে অবশ্য ধার করেও পড়াশোনা করিয়েছেন ছেলেকে।
advertisement
রামলাল যেহেতু বরাবরই ডাক্তার হতে চাইতেন, তাই তিনি নিট পরীক্ষার জন্য কোচিং নিতেন কোটায়। ২০১৯ সালে ৮১ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রামলাল। তবে প্রথম বারেই নিট পরীক্ষায় সাফল্য আসেনি। তবে পঞ্চম বারে সফল হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ওই তরুণ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৩২। এসসি ক্যাটাগরিতে তাঁর র‍্যাঙ্ক ছিল ৫১৩৭। ফলে পূরণ হয়েছে রামলালের স্বপ্ন। আবার পরিবারেও খুশির বন্যা। কারণ নিট পরীক্ষার ৬ মাস আগেই তাঁর ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাল্য বিবাহের পরেই বন্ধ হতে বসেছিল পড়াশোনা, ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তরুণ! তার পর…
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement