Bangla News: মুর্শিদাবাদের ভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতায় উদ্ধার বোমা আগ্নেয়াস্ত্র, ধৃত একাধিক
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
গোটা রাজ্যে জুড়েই পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে বেআইনি অস্ত্র ও বোমা অভিযান।
#মুর্শিদাবাদ : জেলার ভিন্ন ভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র। ধৃত একাধিক। গোটা রাজ্যে জুড়েই পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে বেআইনি অস্ত্র ও বোমা অভিযান। আর তার মতই মুর্শিদাবাদের (Bangla News) বড়ঞায় উদ্ধার করা হল তাজা বোমা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকলে বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের সানাকপাড়া (Bomb and Fire Arms Recovered) এলাকায়। যদিও উদ্ধার হওয়া ড্রামের ভিতর কত সংখ্যক বোমা রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
পরে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ ও বোম-স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। জনবহুল এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা এসে ড্রামভর্তি বোমাগুলি রেখে গিয়েছে তার তল্লাশি (Bangla News) শুরু করেছে পুলিশ। সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সত্তরপুর শীতলতলায়। জানা যায় বৃহস্পতিবার সকালে মাঠে যাওয়ার সময় গ্রামবাসীরা দুটি নাইলনের ব্যাগের মধ্যে সকেট বোমা দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বেলডাঙ্গা (Bomb and Fire Arms Recovered) থানার পুলিশ ও বোম স্কোয়াড-এর কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মাঠের মধ্যে কে বা কারা বোমাগুলো রেখে গেল। তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকবাসীদের মধ্যে।
advertisement
advertisement
বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদেকপুর গ্রামে কবরস্থানের পাশে ৬টি বোমা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জেলাজুড়ে পুলিশি তৎপরতায় (Bangla News) শুরু হয়েছে বোমা ও অগ্নেয়াস্ত্র উদ্ধারের (Bomb and Fire Arms Recovered) কাজ। বৃহস্পতিবার বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র ১ পিস কার্তুজ সহ ১৮টি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ, গ্রেফতার হয়েছে ৩ জন। ধৃত ওই ব্যক্তিদের নাম গোলাপ সেম, রোফজুল সেখ ও মফিজুদ্দিন সেখ। তারা প্রত্যেকে সামশেরগঞ্জের বাসিন্দা।
advertisement
পুলিশ সূত্রের জানা যায়, বুধবার গভীর রাতে সামশেরগঞ্জের তিন (Bangla News) পাকুড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত বাবুপুর এলাকায় একটি বাগান থেকে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই তিনজনকে বৃহস্পতিবার জঙ্গীপুর আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি ও একটি ধারালো অস্ত্র। ধৃতদের নাম তারফুল সেখ ও মতিবুর সেখ, বাড়ি কান্দি থানার হিজল নতুনগ্রাম। ধৃতদের বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2022 11:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মুর্শিদাবাদের ভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতায় উদ্ধার বোমা আগ্নেয়াস্ত্র, ধৃত একাধিক