Mamata Banerjee | DVC Water: DVC-র জলাধার সংস্কার প্রসঙ্গে কেন্দ্রের 'জবাবি চিঠি'! মিলে গেল মমতার অভিযোগ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee | DVC Water: তৃণমূলের লোকসভার সাংসদ এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, ডিভিসির জলাধারগুলি সংস্কারের জন্য কোনও টাকারই অনুমোদন করা হয়নি।
#নয়াদিল্লি : রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee | DVC Water)। সেই অভিযোগ যে অমূলক নয়, কেন্দ্রীয় সরকারের লিখিত জবাবেই এবার তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের লোকসভার সাংসদ এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, ডিভিসির (DVC Water) জলাধারগুলি সংস্কারের জন্য কোনও টাকারই অনুমোদন করা হয়নি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ডিভিসি কর্তৃপক্ষের থেকেই এই জবাব পেয়েছে বলে জানিয়েছেন বিশ্বেশ্বর টুডু।
রাজ্যের বিভিন্ন জেলায় ফি বছর বন্যা পরিস্থিতি তৈরির পিছনে ডিভিসির সংস্কার না হওয়াকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার ডিভিসির (DVC Water) জলাধারগুলির সময়মত সংস্কার করে না। রাজ্যের দাবি, সংস্কার (Mamata Banerjee | DVC Water) না হওয়ায় জলাধারগুলিতে পলি পড়ে নাব্যতা কমছে। ফলে অল্প বৃষ্টিতেই জেলাগুলি বন্যার কবলে পড়ছে বলে অভিযোগ তোলা হয়েছে রাজ্যের তরফে।
advertisement
advertisement
রাজ্য সরকার এনিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করলেও কোনও ফল হয়নি। দীর্ঘ কয়েক দশক ধরে ডিভিসির জলাধারগুলির সংস্কারের জন্য দরবার করা হলেও শুধুমাত্র মৌখিক আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ডিভিসির জলাধার (Mamata Banerjee | DVC Water) এবং বাঁধগুলি পরিচালনার জন্য গঠন করা হয়েছে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। দামোদর বরাকর রিভার সিস্টেমের কাজ পরিচালনা, সময় মতো সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে পর্যালোচনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক। তবে জলাধারগুলির (DVC Water) জলস্তর বৃদ্ধি করা এই কমিটির আওতাধীন নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে মোদি সরকারের জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু আরও জানিয়েছেন, ২০১২ সালে নাব্যতা কমানোর কাজ শুরুর চিন্তাভাবনা করা হলেও, পলি ফেলার উপযুক্ত জায়গার অভাব এবং খরচ বৃদ্ধির (Mamata Banerjee | DVC Water) জন্য তা বাস্তবায়িত করা যায়নি। কেন্দ্রের এই জবাবের মধ্যেই প্রমাণ হয়েছে, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার জন্য যে কেন্দ্রের ডিভিসির সংস্কারে উদাসীনতাকে দায়ী করেন, তা অমূলক নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2022 9:36 PM IST