Mamata Banerjee Cooks Momo: পাহাড়ে অন্যরূপে মমতা, নিজের হাতে মোমো প্রস্তুত করলেন মুখ্যমন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Cooks Momo: পাহাড় সফরে জনসংযোগে গত কয়েকদিন একদমই অন্য মুডে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনও তার অন্যথা হয়নি। মমতা যেন এক পাহাড়-কন্যা।
নিজে হাতে বেলনা ঘুরিয়ে বানালেন লেচি। ভরলেন পুড়। এ যেন কোনও পাহাড়ি মেয়ে! দার্জিলিং এ একেবারে অন্য মেজাজে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে থেকে তাঁদের কাজে উৎসাহ দিতে নানা পরিকল্পনার বাস্তবায়নের রূপরেখা তৈরির পাশাপাশি হাত মেলালেন তাঁদের কাজেও। নিজে হাতে গড়লেন মোমো। নিউজ ১৮ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আজ, বৃহস্পতিবার পাহাড় থেকে কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এবারের পুজো সংখ্যায় আটটি গান তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। সেই গান গোটা রাজ্যে বাজবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। ইতিমধ্যেই ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে সুতরাং বলাই বাহুল্য, গোটা দেশে নজির গড়তে চলেছে ২০২২ সালের দুর্গাপুজো। তার তোড়জোড় শুরু হচ্ছে এখন থেকেই।
advertisement
advertisement
advertisement