Bangla News: জামাকাপড় পছন্দ নিয়ে বচসা, রঘুনাথগঞ্জে ধারালো অস্ত্রের কোপ বিক্রেতাকে! ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে

Last Updated:

Bangla News: তিন অল্পবয়সি যুবক জামাকাপড় কিনে নিয়ে যায় তাঁর দোকান থেকে। পরবর্তীতে জামাকাপড় পরিবর্তন করতে এলে কিছু বিষয় নিয়ে তার সঙ্গে বচসা তৈরি হয়। তারপরেই মারাত্মক কাণ্ড...

আহত বিক্রেতা
আহত বিক্রেতা
মুর্শিদাবাদ: জামাকাপড় কেনার পর তা ফেরত দেওয়ার জন্য চাপ। আর জামাকাপড় ফেরত না নেওয়ার কারণে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হল আলতাফ শেখ নামের এক ব্যবসায়ীকে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। আর তারপরেই দুই দুষ্কৃতীকে দেখা যায় ধারালো অস্ত্র নিয়ে মুখে কাপড় বাঁধা অবস্থায় যাচ্ছেন। যা ধরা পড়ে সিসিটিভিতে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। পুলিশ জানিয়েছে আহতের নাম আলতাফ শেখ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গাড়িঘাট এলাকায় এক কাপড়ের দোকান রয়েছে আলতাফ শেখের। অভিযোগ, এই কাপড়ের দোকানে তিন জন যুবক আসেন জামাকাপড় কিনতে। জামাকাপড় পছন্দ না হওয়ার কারণেই কিছুক্ষণ পরেই জামাকাপড় পরিবর্তন করতে গিয়ে বচসা তৈরি হয় দোকান মালিকের সঙ্গেই। তারপরে ফিরে যায় তিন যুবক এবং তারপরেই ঘটে বিপত্তি।
advertisement
আরও পড়ুন: শীতের শুষ্কতায় কোন ত্বকের জন্য কোন ক্রিম বেস্ট, রইল বিউটিশিয়ানের টিপস! বিশেষ করে মুখে কী মাখবেন জানুন
আলতাফ শেখের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দিনে দুপুরে দু’জন যুবককে দেখা যায় ধারালো অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় আলতাফ শেখ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
আরও পড়ুন: এসএসসি একাদশ-দ্বাদশে ইন্টারভিউতে ২০৫০০ জনের তালিকায় কতজন নতুন ও কতজন চাকরি বাতিল হওয়া প্রার্থী জানুন
আলতাফ শেখ জানান, তিন অল্প বয়সি যুবক জামাকাপড় কিনে নিয়ে যায় তাঁর দোকান থেকে। পরবর্তীতে জামাকাপড় পরিবর্তন করতে এলে কিছু বিষয় নিয়ে তার সঙ্গে বচসা তৈরি হয়। তারপরেই ফিরে যায় তিনজন। আধ ঘণ্টা পর মুখ ঢেকে ধারালো অস্ত্র নিয়ে তাঁর দোকানে ঢুকে পড়ে এবং তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এবং তারপরেই রাস্তা দিয়ে ধারালো অস্ত্র হাতে ছুটে পালিয়ে যাই দুই যুবক।
advertisement
থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারা সম্ভব হয়নি এমনটাই জানিয়েছেন পুলিশ। অভিযুক্ত দুই যুবকের খোঁজ চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দিনে দুপুরে এই ধরনের ভয়াবহ ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: জামাকাপড় পছন্দ নিয়ে বচসা, রঘুনাথগঞ্জে ধারালো অস্ত্রের কোপ বিক্রেতাকে! ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement