Bangla News: উত্তরপাড়ায় রাতের রাস্তায় একা মহিলা পেলেই ঘটছিল ভয়ঙ্কর ঘটনা, 'গুণধরকে' নাগালে পেতেই জনগণ যা করল, সাংঘাতিক!

Last Updated:

Bangla News: রাতের অন্ধকারে একা মেয়েদের উপরে তরল রাসায়নিক আক্রমণ চলছে হুগলির উত্তরপাড়ায়। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এই একই ঘটনা ঘটে উত্তরপাড়ার রাস্তায়।

+
প্রতীকী

প্রতীকী ছবি (Image Courtesy- AI)

হুগলি: রাতের অন্ধকারে একা মেয়েদের উপরে তরল রাসায়নিক আক্রমণ চলছে হুগলির উত্তরপাড়ায়। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এই একই ঘটনা ঘটে উত্তরপাড়ার রাস্তায়। যেখানে এক কিশোরীকে লক্ষ্য করে তরল রাসায়নিক আক্রমণ করে পালায় দুষ্কৃতী।
কয়েকদিন আগেই উত্তরপাড়ায় ভরসন্ধ্য়ায় পড়ে বাড়ি ফেরার সময় অন্য এক তরুণীর সঙ্গে একই ঘটনা ঘটে। তরুণীর গায়ে পিছন দিক থেকে তরল ছুঁড়ে মারা হয়। চ্যাট চ্যাটে সেই তরল তরুণীর চুলে লাগে। এমনই ঘটনার পর সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন শহরের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: থমকে গেল বিয়ে, বর-কনে হতবাক! বিয়েবাড়িতে চিৎকার, ‘আরসিবি, আরসিবি’! কী কাণ্ড দেখুন
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কাঁঠাল বাগান এলাকায় এক ছাত্রী তাঁর বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় তাঁকে একই ভাবে তরল ছুঁড়ে মারা হয়। একজন অভিযুক্তকে ধরে ফেলে মারধর করে উত্তেজিত জনতা। সেই সময় টিটাগড় ওয়াগন কারখানার দুই শ্রমিক সেখান দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্তের সঙ্গী ভেবে তাঁদেরও মারধর করা হয়। দু’জনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: কোটি টাকার লটারিও ফেল, বাবার পুরনো ব্যাঙ্কের পাসবইতে লেখা ছিল একটি কথা! রাতারাতি কোটিপতি ছেলে! কী কপাল…
উত্তরপাড়ায় কাঁঠালবাগান বাজার এলাকায় তরুণীর গায়ে রাসায়নিক জাতীয় তরল ছুড়ে মারার অভিযোগ, এক অভিযুক্তকে ধরে উত্তম-মধ্যম দেয় জনতা। দু’জন কারখানার শ্রমিককেও ভুল করে মারধর। একজন ভর্তি উত্তরপাড়া হাসপাতালে। ঘটনা উত্তরপাড়া থানায় অভিযোগ জানান ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে কাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। গত দিনের ঘটনার পর থেকেই তার খোঁজ চলছিল।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: উত্তরপাড়ায় রাতের রাস্তায় একা মহিলা পেলেই ঘটছিল ভয়ঙ্কর ঘটনা, 'গুণধরকে' নাগালে পেতেই জনগণ যা করল, সাংঘাতিক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement