Bank Viral News: কোটি টাকার লটারিও ফেল, বাবার পুরনো ব্যাঙ্কের পাসবইতে লেখা ছিল একটি কথা! রাতারাতি কোটিপতি ছেলে! কী কপাল...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bank Viral News: বাবার ৬০ বছরের পুরনো এক পাসবুক। হ্যাঁ, ঠিকই শুনছেন বাস্তবেই এক ব্যক্তির বাবার পাসবুকই তাঁকে করেছে কোটিপতি। নেটদুনিয়ায় সেই ঘটনা নিয়েই শুরু হয়েছে আলোচনা।
advertisement
মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয় তা কেউ বলতে পারে না। কিছু মানুষ কঠোর পরিশ্রম করে জীবনের নতুন মোড় নিয়ে আসে। আবার কারোর বা ভাগ্য নিজে থেকেই উজ্জ্বল হয়ে যায়। ঠিক যেমনটা হয়েছিল এক ব্যক্তির সঙ্গে। যার বাবার মৃত্যুর পরই বদলে যায় ভাগ্য। রাতারাতি তিনি যেন পেয়ে যান লটারি জেতার টিকিট। সেই টিকিট আর কিছুই নয়।
advertisement
advertisement
advertisement
advertisement
বাবার অজানা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানতে পেরে স্বাভাবিকভাবেই খুশি হয় এক্সেকুইল। কিন্তু ওই ব্যাঙ্কটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। তাই টাকা আর পাওয়া যাবে না বলেই ধরে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই তিনি দেখতে পান যে পাসবুকের উপর লেখা রয়েছে 'স্টেট গ্যারান্টিড'। অর্থাৎ ব্যাঙ্ক ব্যর্থ হলে সরকার দেবে টাকা। বর্তমান সরকার সেই টাকা দিতে অস্বীকার করে। কোনও উপায় না দেখে শেষ পর্যন্ত শুরু হয় তার আইনি লড়াই।
advertisement
advertisement