Bangla News: চাষের কাজে মাঠে গিয়েছিলেন কৃষক! কোদাল চালাতেই হাড় হিম করা ঘটনা, মর্মান্তিক পরিণতি

Last Updated:

Bangla News: ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা জমিতে বোমা পুঁতে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

চাষের কাজে মাঠে গিয়েছিলেন কৃষক! কোদাল চালাতেই হাড় হিম করা ঘটনা, মর্মান্তিক পরিণতি
চাষের কাজে মাঠে গিয়েছিলেন কৃষক! কোদাল চালাতেই হাড় হিম করা ঘটনা, মর্মান্তিক পরিণতি
#বর্ধমান: চাষের কাজে মাঠে গিয়ে যে এই দুর্ভোগ পোহাতে হবে তা কে জানতো! গিয়েছিলেন চাষের জন্য জমি প্রস্তুত করতে। মাটি কাটতে গিয়ে কোদালের গায়ে ফেটে গেল বোমা। তা লুকনো ছিল জমির মাটির তলায়। তাতে গুরুতর জখম হলেন এক কৃষক। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা জমিতে বোমা পুঁতে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
চাষের কাজের জন্য জমিতে কোদাল দিয়ে মাটি কোপাতে গিয়ে মাটির নীচে পুঁতে রাখা বোমা ফেটে গুরুতর জখম হলেন এক কৃষক।  বুধবার সন্ধ্যা নাগাদ আউশগ্রাম থানার উক্তা গ্রামে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ওই কৃষকের হাতের কিছুটা অংশ  উড়ে গেছে। শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জখম ব্যক্তির নাম রঞ্জন মেটে (৫২)। তাঁর বাড়ি আউশগ্রাম থানার উক্তা গ্রামে৷ রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ প্রথমে গুশকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে সিআইডি বম্ব-স্কোয়াডকে খবর  দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের ডিএসপি(ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক সাংবাদিকদের বলেন,  "মাঠে কাজ করার সময় বোমার আঘাতে এক ব্যক্তি জখম হয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বোমার ফেটে ওই ব্যক্তি জখম হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।"
advertisement
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উক্ত অঞ্চলের সিলুট ও বেলুটি গ্রামের মাঝামাঝি এলাকায় কুনুর নদীর ধারে একটি সাবমার্সিবল পাম্প ঘরের কাছে এই ঘটনা ঘটেছে। কোদাল চালিয়ে মাটি কোপানোর কাজ করছিলেন রঞ্জন মেটে নামে ওই ব্যক্তি। সেই সময়ই হটাৎ বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাঁর ডান হাতের কিছু অংশ উড়ে যায়। জখম হয়ে মাঠেই পড়ে ছিলেন তিনি।  বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি খতিয়ে দেখে আউশগ্রাম থানার পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে রঞ্জন মেটে কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুসকরা নিয়ে যায়।
advertisement
আউশগ্রাম থানার কল্যানপুর গ্রামে আলুর জমিতে রাখা বোমা বিস্ফোরণে গত মার্চ মাসে জখম হয়েছিলেন এক কলেজ ছাত্র সহ তিনজন। তারপরে পিচকুরি গ্রামেও প্রচুর তাজা বোম উদ্ধার হয়েছিল। এবার উক্তা গ্রামে লুকনো বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: চাষের কাজে মাঠে গিয়েছিলেন কৃষক! কোদাল চালাতেই হাড় হিম করা ঘটনা, মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement