Bangla News: খেতে বসেছিল ৪ চারজন, হঠাৎ ২ সন্তানের মৃত্যু! মা এখনও আশঙ্কাজনক, ঘটলটা কী?

Last Updated:

Bangla News: বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙ্গা গ্রামে গত বুধবার সকাল থেকে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাদল সোরেন, তাঁর স্ত্রী চম্পা সোরেন ও তাঁদের দুই ছেলে বিধান ও বীরেন্দ্রনাথ।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
বাঁকুড়া: খাবারে বিষক্রিয়ার কারণে কয়েকদিন আগেই পরিবারের ছোট ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এবার মৃত্যু হল বড় ছেলেরও। হাসপাতালে এখনও চিকিৎসাধীন দম্পতি। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা গ্রামে সোরেন পরিবারে একের পর এক মৃত্যুর পর ঘটনার পিছনে ষড়যন্ত্রের সন্দেহ তীব্র হচ্ছে পরিবারের।
বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙ্গা গ্রামে গত বুধবার সকাল থেকে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাদল সোরেন, তাঁর স্ত্রী চম্পা সোরেন ও তাঁদের দুই ছেলে বিধান ও বীরেন্দ্রনাথ। তড়িঘড়ি তাঁদের স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার চার জনেরই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ছোট ছেলে বছর বারোর বিধান। এবার বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল বড় ছেলে বছর সতেরোর বীরেন্দ্র নাথেরও। হাসপাতালের সিসিইউ-তে এখনও মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন স্ত্রী চম্পা সোরেন। প্রাথমিক ভাবে সোরেন পরিবারের ধারণা ছিল, মঙ্গলবার দুপুরের রান্না করা খাবারে কোনও কারণে বিষক্রিয়া ঘটে।
advertisement
সেই খাবার মঙ্গলবার রাতে পরিবারের সকলে মিলে খাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। কিন্তু একের পর এক মৃত্যুতে এবার সোরেন পরিবারের সন্দেহ তাঁদের সকলকে মেরে ফেলার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে কেউ বা কারা খাবারে বিষ মিশিয়ে দিয়ে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সোরেন পরিবার ও তাঁদের আত্মীয় স্বজনেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: খেতে বসেছিল ৪ চারজন, হঠাৎ ২ সন্তানের মৃত্যু! মা এখনও আশঙ্কাজনক, ঘটলটা কী?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement