Bangla News: বিজেপিতে ধস, তৃণমূলে বড় যোগদান! পঞ্চায়েতের আগে পিংলায় হইচই
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ একশ পরিবারের।
পিংলা: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।এক দফায় হবে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে বঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, প্রস্তুতিও শুরু হয়েছে রাজনৈতিক দল গুলোর মধ্যে। আর ভোট ঘোষণার পরে পিংলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় ১০০ টি পরিবার। ভোটে দিনক্ষণ ঘোষণার পরেই প্রায় একশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল সূত্রে খবর।
গৌরাঙ্গ চক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে পিংলা ব্লক তৃণমূলের সহ-সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। ১০০ দিনের কাজের টাকা বকেয়া রেখেছে কেন্দ্র, বলে দাবি করেছিল রাজ্যের শাসক দল।
advertisement
advertisement
তবে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে বিজেপিকে দুষলেন সদ্য দলত্যাগীরা। তৃণমূল কংগ্রেসের যোগদান করে, এক কর্মী জানান- বিভিন্ন দিক থেকে বঞ্চিত করেছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন কোন কিছুই হয়নি, তাই তৃণমূল কংগ্রেসের যোগদান।
advertisement
তবে মাসখানেক মধ্যেই পঞ্চায়েত নির্বাচন তার আগে দল ছাড়া হিড়িকে কার্যত চাপে রাজ্যের বিরোধী দল।
——- Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2023 5:47 PM IST






