বদলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন, কেমন হবে নয়া লুক

Last Updated:

দোতলা স্টেশন তৈরি হচ্ছে ব্যান্ডেল। থাকছে মল, লাউঞ্জ। 

বদলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন, কেমন হবে নয়া লুক
বদলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন, কেমন হবে নয়া লুক
আবীর ঘোষাল, কলকাতা: ব্যান্ডেল রেল স্টেশন পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন ৷ একদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মেন লাইন। অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। দুটি ডিভিশনকেই সংযুক্ত করে ব্যান্ডেল রেল স্টেশন ৷ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশনে আসে ৷ এ ছাড়া হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া, মেমারির মতো মেন লাইনের লোকাল ছুঁয়ে যায় এই স্টেশনকে ৷ তাই ব্যান্ডেল স্টেশনের গুরুত্ব অনেক। এই স্টেশনকে বিশ্বমানের গড়ে তুলতে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে পূর্ব রেল।
হাওড়া, আসানসোল, শিয়ালদহ স্টেশনের পাশাপাশি এবার ঢেলে সাজছে তাই ব্যান্ডেল স্টেশন। ইতিমধ্যেই নন-ইন্টারলকিংয়ের কাজে বিশ্বে রেকর্ড করেছে এই স্টেশন। এবার স্টেশন রি-বিল্ডিংয়ের কাজে গুরুত্বপূর্ণ কাজ শুরু হতে চলেছে। চলতি বছরের মধ্যেই জমা পড়ে যাবে স্টেশনের নতুন লুকের প্রজেক্ট রিপোর্ট। প্রাথমিক যে ডিজাইন জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে ভোল বদল হয়ে গিয়েছে ব্যান্ডেলের। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেশন হয়ে যাবে দোতলা।
advertisement
advertisement
এক তলায় যাত্রীরা লোকাল ও দূরপাল্লার ট্রেন ধরতে  পারবেন। দোতলায় থাকবে অত্যাধুনিক ওয়েটিং রুম। থাকবে শপিং মল-সহ নানা ব্যবস্থা ৷ এ ছাড়া চালু হচ্ছে কার্গো হ্যান্ডলিং সেন্টার। যেখানে পণ্য ওঠানো-নামানোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে হবে। তার জন্যেও পরিকাঠামো প্রস্তুত করা হচ্ছে।
advertisement
এই যাবতীয় প্রজেক্ট রিপোর্ট জমা পড়ে যাবে চলতি বছরের অক্টোবর মাসে। পূর্ব-রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘সব দিক থেকেই ব্যান্ডেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাহিদা বুঝেই এই স্টেশন সাজানোর কাজ শুরু হচ্ছে। এই স্টেশনের চেহারা একেবারে বিমানবন্দরের মতোই হয়ে যাবে। অত্যাধুনিক লাউঞ্জ থেকে শুরু করে একটা আস্ত মল গড়ে উঠবে স্টেশনকে ঘিরে ৷ দূরপাল্লার ট্রেনের যাত্রীদের যেমন অসুবিধা হবে না। তেমনি লোকাল ট্রেনের যাত্রীদের আরামও বাড়বে।’’ প্রসঙ্গত পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দ্রুত গতিতে একাধিক স্টেশন সাজানোর কাজ চলছে। আপাতত অপেক্ষা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট হাতে পাওয়ার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বদলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন, কেমন হবে নয়া লুক
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement