‘‘বকেয়া ডিএ দেয়নি, সরকারের কথা শুনবেন না নবান্ন অভিযানের দিন, পুলিশদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন অভিযান যাতে না আটকানো হয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়ে পুলিশকর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘‘আপনারা DA পাচ্ছেন না। একজন কনস্টেবল ১০ হাজার টাকা কম পাচ্ছে। একজন SI ২০ হাজার টাকা কম পাচ্ছে। আমাদের বিজেপি সরকার ক্ষমতায় এলে RTGS ও NEFT করে ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত পুলিশ কর্মীদের বকেয়া DA আপনাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে দিয়ে দেব।’’

‘‘বকেয়া ডিএ দেয়নি, সরকারের কথা শুনবেন না নবান্ন অভিযানের দিন, পুলিশদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর
‘‘বকেয়া ডিএ দেয়নি, সরকারের কথা শুনবেন না নবান্ন অভিযানের দিন, পুলিশদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর
কলকাতা: রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান। আর এই অভিযানের ঠিক আগেই পুলিশ কর্মীদের বড় আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘‘আপনাদের বকেয়া ডিএ দেয়নি রাজ্য সরকার। তাই এই সরকারের একদম কথা শুনবেন না নবান্ন অভিযানের দিন।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন অভিযান যাতে না আটকানো হয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়ে পুলিশকর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘‘আপনারা DA পাচ্ছেন না। একজন কনস্টেবল ১০ হাজার টাকা কম পাচ্ছে। একজন SI ২০ হাজার টাকা কম পাচ্ছে। আমাদের বিজেপি সরকার ক্ষমতায় এলে RTGS ও NEFT করে ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত পুলিশ কর্মীদের বকেয়া DA আপনাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে দিয়ে দেব। এই সরকার যতদিন থাকবে আপনারা বকেয়া ডিএ পাবেন না। তাই পুলিশকে বলব, নবান্নে যেতে আমাদের বাধা দেবেন না।
advertisement
advertisement
নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে এই ভাবেই পুলিশকর্মীদের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। পান্ডুয়ায় নবান্ন অভিযানকে সামনে রেখে মিছিল শেষে এক প্রকাশ্য সমাবেশ থেকে উপস্থিত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিজেপি সরকারে আসার ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় থাকবে আপনাদের অধিকার পাওয়া থেকে আপনারা বঞ্চিতই থাকবেন।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘বকেয়া ডিএ দেয়নি, সরকারের কথা শুনবেন না নবান্ন অভিযানের দিন, পুলিশদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement