Howrah News: হাওড়া কাঁপাচ্ছে দক্ষিণ দিনাজপুর, জেলার আনাচে কানাচে শুধু এই জিনিসের চাহিদা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দক্ষিণ দিনাজপুরের এইসব জিনিসের এত চাহিদা হাওড়ায় হবে, অকল্পনীয়
হাওড়া: দক্ষিণ দিনাজপুরের বাঁশের শিল্প সামগ্রী চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে হাওড়ায়! হাওড়ার উলুবেড়িয়া মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাঁদের পসরা সাজিয়ে বিক্রি করছেন সেখানে। সেখানে রয়েছে বাংলার নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে শিল্পকলা যেমন পিংলার বিখ্যাত পটচিত্র, বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা আবার কৃষ্ণনগরের বিখ্যাত মাটির মূর্তি তেমনই বিভিন্ন জেলার বিভিন্ন সামগ্রী সারা বাংলা জুড়ে চাহিদা রয়েছে। তেমনই দক্ষিণ দিনাজপুরের বাঁশের শিল্প। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে বাঁশের তৈরি এই সামগ্রী।
আধুনিক সভ্যতার প্লাস্টিক সামগ্রীর দাপটে বেশ কিছু গ্রামীণ পরিবার হারাতে বসেছে বাঁশের তৈরি শিল্পের নান্দনিক ব্যবহার। বাঁশের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা দিন দিন ক্রমশ কমেই যাচ্ছে। তা সত্ত্বেও শত অভাব অনটনের মাঝেও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু গ্রামের হাতে গোনা কয়েকটি পরিবার আজও পৈতৃক এই পেশাটি ধরে রেখেছেন। দক্ষিণ দিনাজপুরের বাঁশের তৈরি সামগ্রী চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে হাওড়ার হাওড়া জেলা জুড়ে। কাঠের মুখোশ, বাঁশের মুখোশ, বাঁশের ল্যাম্পের চাহিদা বর্তমানে রয়েছে বলে জানালেন এক শিল্পী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান প্রযুক্তির যুগে বাঁশের তৈরি মনমুগ্ধ বিভিন্ন জিনিসের জায়গা করে নিয়েছে স্বল্প দামের প্লাষ্টিকের তৈরি পণ্য। তাই বাঁশের তৈরি মনমুগ্ধকর সেইসব পণ্য এখন হারিয়ে যাওয়ার পথে। তাও তাঁরা কিছু মানুষের চাহিদার কথা মাথায় রেখে এবং তাঁদের রুজি-রোজগারের জন্য এখনও তাঁরা স্বল্প টাকা লাভে বিক্রি করছেন তাঁদের হাতে বাঁশের তৈরি দরকারি, ঘর সাজানোর সামগ্রী
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 7:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়া কাঁপাচ্ছে দক্ষিণ দিনাজপুর, জেলার আনাচে কানাচে শুধু এই জিনিসের চাহিদা
