New Business Idea: অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাইছেন? আজই শুরু করুন এই ব্যবসা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Business Ideas: এই ব্যবসায় লোকসান হবার সম্ভাবনা একেবারেই কম, অল্প টাকা লাগিয়ে ভাল লাভের সুযোগ
হাওড়া: নার্সারি থেকে পাইকারি দামে গাছ কিনে অল্প পুঁজিতে ভাল লাভের ব্যবসা শুরু করতে পারেন ৷ এটি এমন এক ব্যবসা মার্কেটে যার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু সেই তুলনায় প্রতিযোগিতা একেবারেই কম ৷ শহরে হোক কিংবা গ্রামে, বর্তমানে নিজের বাসস্থানে একটুকরো বাগান করার শখ সবারই আছে ৷ তাই যদি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাইছেন তাহলে আজই শুরু করুন এই ব্যবসা ৷ এ বিষয়ে আমাদের জানালেন হাওড়ার এক নার্সারির মালিক শেখ নাজিম ৷
পথ চলতে চলতে প্রায়ই আমাদের চোখ আটকে যায় রাস্তার পাশে সারি করে সাজিয়ে রাখা ফুল আর ফলের গাছের চারার দিকে ৷ এসব গাছের সৌন্দর্য মুগ্ধ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন |এই মুগ্ধতা থেকেই বৃক্ষপ্রেমীরা নিজেদের বাড়ির আঙিনায় গাছ লাগিয়ে থাকেন ৷ তবে শুধু আঙিনাতেই নয়,ঘরের বারান্দা, ছাদ, অফিস, স্কুল-কলেজের মাঠ আর রাস্তার ডিভাইডারে হরেক রকম ফুল-ফলের গাছ শোভা পায় ৷
advertisement
advertisement
বৃক্ষপ্রেমীদের এই চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে গড়ে উঠেছে অনেক ছোট ছোট নার্সারি ৷ আর নার্সারি থেকে পাইকারি দামে গাছ কিনে অল্প পুঁজিতে ভাল লাভের ব্যবসা শুরু করার বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়ার এই নার্সারির মালিক শেখ নাজিম ৷
advertisement
এখন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের সিজন এখন বেশি ৷ তাছাড়া ফল গাছের চাহিদা সারা বছরই আছে ৷ বড় নার্সারি করতে গেলে টাকার পাশাপাশি বড় জায়গা থাকা জরুরি ৷ আর তাই নার্সারি না বানিয়ে ১০০ স্কোয়ার ফুটের দোকানই করে মানুষ অনায়াসে কোনো নার্সারি থেকে গাছ কিনে প্রতিদিন ভাললাভ রাখতে পারবে ৷ এমনকি পাইকারী নার্সারিদের কাছ থেকে জিনিস কিনে রাস্তার ধারে বসেও ব্যবসায়ীরা স্বল্প পুঁজিতে এই ব্যবসা করে সাফল্য অর্জন করে ৷
advertisement
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 3:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাইছেন? আজই শুরু করুন এই ব্যবসা
