এ কী! দুর্গা পুজোর মণ্ডপে এরা কারা? ৮ থেকে আশি সবার মন জয় করে নিল এই থিম!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Durga Puja theme পুজো মন্ডপেও হিট ' গুপী গাইন বাঘা বাইন ' , শিশু থেকে বৃদ্ধ সকলের হৃদয় স্পর্শের একটি পুজো মণ্ডপ!
হাওড়া, রাকেশ মাইতি: আকর্ষণীয় থিমের মণ্ডপ সজ্জায় জেলার মানুষের কাছে অন্যতম আকর্ষণ বালিটিকুরী অশোক স্মৃতি সংঘ! গত বছরের পর এবারও শিশুদের আরও আকর্ষণের মণ্ডপ। গত কয়েক বছরে সিমের মণ্ডপ সাজে জনপ্রিয়তা। গতবছর ‘ জঙ্গল বুক ‘। রুডইয়ার্ড কিপলিং এর লেখা বিখ্যাত গল্প ‘দ্য জঙ্গল বুক’। ইংরেজি এই গল্প বাংলাতেও বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তা সামনে রেখে মণ্ডপ সেজে উঠেছিল। এবার বাংলার বিখ্যাত গল্প ‘গুপি গাইন বাঘা বাইন’ থিমে মণ্ডপের সাজ। যা ভীষণভাবে দর্শনার্থীরা আগ্রহ দেখায়। পঞ্চমী থেকে নবমী প্রতিদিন দর্শনার্থীর ঢল নামে এই মণ্ডপে।
advertisement
হাওড়া শহর জুড়ে বর্তমান সময়ে দুর্গাপুজোয় থিমের হিড়িক। শহর থেকে শহরতলী ছোট বড় মাঝারি পুজো উদ্যোক্তাদের নানা সাজের মণ্ডপ। কয়েক মাস আগে থেকে শহরজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি। থিমের মধ্য দিয়ে দেশ-বিদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য উঠে আসে। মণ্ডপে মণ্ডপ থিম সাজের মধ্যে বাংলা গল্প সাহিত্যের নানা কাহিনী ফুটে ওঠে। এবার বিখ্যাত ‘ গুপী গাইন বাঘা বাইন ‘ গল্পের মোড়কে সেজে উঠেছে মণ্ডপ।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে শৈশব সুমঠো ফোনে বুঁদ হয়ে রয়েছে। সেই দিক থেকে শৈশবকে মুঠোফোন থেকে গল্প সাহিত্যের দিকে মুখ ফেরাতে এবং প্রবীণদের কাছে গুপী গাইন বাঘা বাইন এর মত বিখ্যাত গল্পগুলির রসদ পুনরায় মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে এই মণ্ডপ সজ্জা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ছোট-বড় সকলে এই মণ্ডপ দর্শনের প্রতি দারুণ আগ্রহ দেখায় বলে জানান পুজো উদ্যোক্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 02, 2025 4:42 PM IST