পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত...

Last Updated:

Lady Constable Lover মহিলা কনস্টেবলের নগ্নদেহ উদ্ধার! প্রেমিক গ্রেফতার। খুন না অন্য কিছু? তদন্তে নেমেছে গান্ধীনগর ক্রাইম ব্রাঞ্চ।

গান্ধীনগরে মহিলা কনস্টেবল হত্যায় প্রেমিক গ্রেফতার (Representative Image)
গান্ধীনগরে মহিলা কনস্টেবল হত্যায় প্রেমিক গ্রেফতার (Representative Image)
এবার পুলিশও নিরাপদ নয়…! বাড়িতে কেউ ছিলেন না, মহিলা কনস্টেবল ডেকেছিলেন প্রেমিককে, সকালে মিলল নগ্নদেহ! (Lady Constable Lover) ঠিক কী হয়েছিল? বিরাট অভিযোগ। গুজরাতের গান্ধীনগর থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর এই ঘটনা। মঙ্গলবার সেক্টর ২৪-এ ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলা কনস্টেবলের দেহ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রশ্ন উঠছে—যেখানে পুলিশকর্মী মহিলারা নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিঙ্কেলের দেহ উদ্ধার হয় নগ্ন অবস্থায় এবং শরীরে একাধিক আঘাতের চিহ্নও ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাঁকে।
advertisement
advertisement
ঘর থেকে উদ্ধার নগ্নদেহ
রিপোর্ট অনুযায়ী, মৃত মহিলা কনস্টেবল রিঙ্কেল আহমেদাবাদের শাহিবাগ পুলিশ সদর দফতরে কর্মরত ছিলেন। তিনি ভাই ও ভাবির সঙ্গে সেক্টর ২৪-এর টেক্সটবুক ডিভিশন স্টাফ কোয়ার্টারে থাকতেন। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি ডিউটি থেকে বাড়ি ফেরেন। পরদিন সকালে পরিবারের লোকজন—যাঁরা তখন ভাবনগরে ছিলেন—যোগাযোগ করতে না পারায় এক প্রতিবেশীকে খবর দেন। প্রতিবেশী গিয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ভিতরে ঢুকে রিঙ্কেলের দেহ পড়ে থাকতে দেখে তিনি দ্রুত পুলিশ এবং ১০৮ অ্যাম্বুলেন্সে খবর দেন। চিকিৎসক ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
প্রেমিক গ্রেফতার
তদন্তে উঠে আসে, রিঙ্কেলের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সন্দেহের ভিত্তিতে পুলিশ খোঁজ শুরু করে। তাঁর মোবাইল ফোন বন্ধ অবস্থায় মেলে। প্রযুক্তিগত নজরদারি ও মানব গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গান্ধীনগর থেকেই গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকের সঙ্গে কোনও বিষয়ে ঝগড়া বাঁধে, তারপরই অভিযুক্ত রিঙ্কেলকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়।
advertisement
ধর্ষণ এখনও নিশ্চিত নয়
যদিও রিঙ্কেলের দেহ নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে, পুলিশ জানিয়েছে যৌন হেনস্থা বা ধর্ষণের অভিযোগ এখনও নিশ্চিত নয়। আধিকারিকদের মতে, মৃত্যুর সঠিক কারণ এবং আঘাতের প্রকৃতি জানা যাবে ময়নাতদন্তের প্যানেল রিপোর্ট হাতে আসার পরেই।
চলছে পুলিশি তদন্ত
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গান্ধীনগর ক্রাইম ব্রাঞ্চ। ঘটনার প্রতিটি দিক বোঝার জন্য খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ও কল ডিটেল রেকর্ড। ইতিমধ্যেই সেক্টর–২১ থানায় খুনের মামলা রুজু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement