বর্ষার শেষ 'কামড়'! বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের খেল শুরু! বাংলা-সহ দেশের কোথায় কী প্রভাব? এল আবহাওয়ার বড় আপডেট!

Last Updated:
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও দুর্ভোগ, কলকাতা-সহ উপকূল ফের ভাসবে? বর্ষা বিদায়ের শেষ লগ্নে পরিস্থিতি কী হবে? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
1/19
পুজোর শুরু থেকে তুমুল বৃষ্টি। বানভাসি কলকাতার বুকেই এসেছিল পুজো। সেই থেকে দুর্ভোগ। বৃষ্টিতে জলযন্ত্রণা। মৃত্যুমিছিল। সেই আতঙ্কের পরিস্থিতি কেটে সদ্য একটু রোদ উঠেছিল। তার পরেই ভ্যাপসা গরম। ফের বৃষ্টি নবমীর দুপুর থেকে। কবে বিদায় নেবে বর্ষা? এল আবহাওয়ার বড় আপডেট!
পুজোর শুরু থেকে তুমুল বৃষ্টি। বানভাসি কলকাতার বুকেই এসেছিল পুজো। সেই থেকে দুর্ভোগ। বৃষ্টিতে জলযন্ত্রণা। মৃত্যুমিছিল। সেই আতঙ্কের পরিস্থিতি কেটে সদ্য একটু রোদ উঠেছিল। তার পরেই ভ্যাপসা গরম। ফের বৃষ্টি নবমীর দুপুর থেকে। কবে বিদায় নেবে বর্ষা? এল আবহাওয়ার বড় আপডেট!
advertisement
2/19
monsoon withdrawal delay, IMD weather forecast, Bay of Bengal low pressure system, heavy rainfall October India, IMD monsoon update, delayed southwest monsoon 2025, monsoon rain forecast October, IMD Mrutyunjay Mohapatra statement, low pressure depression Bay of Bengal, monsoon retreat Maharashtra, monsoon rain Bihar UP Odisha, western disturbance October India, Skymet weather forecast monsoon, monsoon withdrawal dates Mumbai Pune, IMD alert heavy rainfall, বর্ষা বিদায় বিলম্ব, আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ, অক্টোবর ভারী বৃষ্টিপাত ভারত, আইএমডি মনসুন আপডেট, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিলম্ব, অক্টোবর বৃষ্টির পূর্বাভাস, মৃত্যুঞ্জয় মহাপাত্র আইএমডি, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মহারাষ্ট্রে বর্ষা বিদায়, বিহার উত্তরপ্রদেশ ও ওডিশায় বৃষ্টি, অক্টোবর পশ্চিমী ঝঞ্ঝা, স্কাইমেট আবহাওয়া পূর্বাভাস, মুম্বই পুণে বর্ষা বিদায়ের তারিখ, আইএমডি ভারী বৃষ্টির সতর্কতা, Breaking News, Important News, News of the day, Must Know News, Weather news, Weather update এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় দেরিতে হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের নানা প্রান্তে বৃষ্টিপাত চলতে থাকবে।
এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় দেরিতে হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের নানা প্রান্তে বৃষ্টিপাত চলতে থাকবে।
advertisement
3/19
আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও বিদায়ের অনুকূল পরিস্থিতি সম্ভবত অক্টোবরের ৯ তারিখের আগে তৈরি হবে না, কারণ আগামী কয়েকদিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি মধ্য ভারতেও প্রবল বৃষ্টিপাত চলবে।
 আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও বিদায়ের অনুকূল পরিস্থিতি সম্ভবত অক্টোবরের ৯ তারিখের আগে তৈরি হবে না, কারণ আগামী কয়েকদিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি মধ্য ভারতেও প্রবল বৃষ্টিপাত চলবে।
advertisement
4/19
এখন পর্যন্ত মৌসুমি বায়ু বিদায় নিয়েছে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ, গুজরাতের কিছু অংশ, সমগ্র রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ এবং সম্পূর্ণ পশ্চিম হিমালয় অঞ্চল (জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড) থেকে।
এখন পর্যন্ত মৌসুমি বায়ু বিদায় নিয়েছে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ, গুজরাতের কিছু অংশ, সমগ্র রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ এবং সম্পূর্ণ পশ্চিম হিমালয় অঞ্চল (জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড) থেকে।
advertisement
5/19
মহাপাত্র বলেন, “বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তর-পূর্ব ও মধ্য ভারতে অক্টোবরের ৯-১০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী এক সপ্তাহে আর কোনও জায়গায় মৌসুমি বায়ুর বিদায় প্রত্যাশিত নয়। এরপর থেকে পরিস্থিতি অনুকূল হতে পারে।”
মহাপাত্র বলেন, “বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তর-পূর্ব ও মধ্য ভারতে অক্টোবরের ৯-১০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী এক সপ্তাহে আর কোনও জায়গায় মৌসুমি বায়ুর বিদায় প্রত্যাশিত নয়। এরপর থেকে পরিস্থিতি অনুকূল হতে পারে।”
advertisement
6/19
তিনি আরও জানান, অক্টোবরের ৯ তারিখ থেকে মধ্য ভারত, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত আপডেট দেওয়া হবে।
তিনি আরও জানান, অক্টোবরের ৯ তারিখ থেকে মধ্য ভারত, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত আপডেট দেওয়া হবে।
advertisement
7/19
মহাপাত্র ব্যাখ্যা করেন, এই বিলম্বের কারণই হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। “এই নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ওডিশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর ফলে পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এবং বিহার ও পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত বৃষ্টি হবে ৪ ও ৫ অক্টোবর। ৩ থেকে ৬ অক্টোবরের মধ্যে বিহার, নেপাল ও পূর্ব উত্তরপ্রদেশে অব্যাহত বৃষ্টিপাত নদীগুলির জলপ্রবাহ বাড়িয়ে দিতে পারে, তাই সতর্কতা জরুরি।”
মহাপাত্র ব্যাখ্যা করেন, এই বিলম্বের কারণই হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। “এই নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ওডিশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর ফলে পূর্ব ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এবং বিহার ও পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত বৃষ্টি হবে ৪ ও ৫ অক্টোবর। ৩ থেকে ৬ অক্টোবরের মধ্যে বিহার, নেপাল ও পূর্ব উত্তরপ্রদেশে অব্যাহত বৃষ্টিপাত নদীগুলির জলপ্রবাহ বাড়িয়ে দিতে পারে, তাই সতর্কতা জরুরি।”
advertisement
8/19
তিনি আরও যোগ করেন, অক্টোবরের ৫ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝাও আসছে। “এটি সক্রিয় একটি ঝঞ্ঝা, যা উত্তর-পশ্চিম ভারতের সমতলভূমি ও পাহাড়ি অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড় আনবে।”
তিনি আরও যোগ করেন, অক্টোবরের ৫ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝাও আসছে। “এটি সক্রিয় একটি ঝঞ্ঝা, যা উত্তর-পশ্চিম ভারতের সমতলভূমি ও পাহাড়ি অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড় আনবে।”
advertisement
9/19
প্রথমে ধারণা করা হয়েছিল, মহারাষ্ট্র থেকে বর্ষা বিদায় শুরু হবে ৫ অক্টোবর থেকে। কিন্তু এখন মনে করা হচ্ছে, সেখানে বর্ষা আরও কিছুদিন অবস্থান করবে। ইতিমধ্যেই যেসব রাজ্যে মৌসুমি বায়ুর বিদায় ঘোষণা হয়েছে, সেখানেও ফের বৃষ্টি হতে পারে।
প্রথমে ধারণা করা হয়েছিল, মহারাষ্ট্র থেকে বর্ষা বিদায় শুরু হবে ৫ অক্টোবর থেকে। কিন্তু এখন মনে করা হচ্ছে, সেখানে বর্ষা আরও কিছুদিন অবস্থান করবে। ইতিমধ্যেই যেসব রাজ্যে মৌসুমি বায়ুর বিদায় ঘোষণা হয়েছে, সেখানেও ফের বৃষ্টি হতে পারে।
advertisement
10/19
স্কাইমেট ওয়েদারের প্রেসিডেন্ট জি.পি. শর্মা বলেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতেও বৃষ্টি হবে। “নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা মিলিয়ে আগামী এক সপ্তাহ দেশের নানা প্রান্তে বৃষ্টি আনবে, এমনকি সেসব জায়গাতেও, যেখানে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় হয়েছে।”
স্কাইমেট ওয়েদারের প্রেসিডেন্ট জি.পি. শর্মা বলেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতেও বৃষ্টি হবে। “নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা মিলিয়ে আগামী এক সপ্তাহ দেশের নানা প্রান্তে বৃষ্টি আনবে, এমনকি সেসব জায়গাতেও, যেখানে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় হয়েছে।”
advertisement
11/19
তিনি জানান, মহারাষ্ট্র থেকে সাধারণত বর্ষা বিদায় শুরু হয় ৪ অক্টোবর থেকে এবং ১০ অক্টোবরের মধ্যে শেষ হয়। তবে এবার সূচি পিছিয়ে যাবে। “মুম্বই ও পুণে থেকে বর্ষা বিদায়ের নির্ধারিত সময় ৮ ও ৯ অক্টোবর। কিন্তু এ বছর সেই সময়সীমা পেরিয়ে গিয়ে বর্ষা বিদায় শেষ হতে পারে প্রায় ১২ অক্টোবরের দিকে।”
তিনি জানান, মহারাষ্ট্র থেকে সাধারণত বর্ষা বিদায় শুরু হয় ৪ অক্টোবর থেকে এবং ১০ অক্টোবরের মধ্যে শেষ হয়। তবে এবার সূচি পিছিয়ে যাবে। “মুম্বই ও পুণে থেকে বর্ষা বিদায়ের নির্ধারিত সময় ৮ ও ৯ অক্টোবর। কিন্তু এ বছর সেই সময়সীমা পেরিয়ে গিয়ে বর্ষা বিদায় শেষ হতে পারে প্রায় ১২ অক্টোবরের দিকে।”
advertisement
12/19
শর্মা আরও বলেন, “রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতেও, যেখানে বর্ষা বিদায়ের ঘোষণা হয়ে গিয়েছে, সেখানেও আবার বৃষ্টি ও বজ্রঝড় দেখা দিতে পারে।”
শর্মা আরও বলেন, “রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতেও, যেখানে বর্ষা বিদায়ের ঘোষণা হয়ে গিয়েছে, সেখানেও আবার বৃষ্টি ও বজ্রঝড় দেখা দিতে পারে।”
advertisement
13/19
monsoon withdrawal delay, IMD weather forecast, Bay of Bengal low pressure system, heavy rainfall October India, IMD monsoon update, delayed southwest monsoon 2025, monsoon rain forecast October, IMD Mrutyunjay Mohapatra statement, low pressure depression Bay of Bengal, monsoon retreat Maharashtra, monsoon rain Bihar UP Odisha, western disturbance October India, Skymet weather forecast monsoon, monsoon withdrawal dates Mumbai Pune, IMD alert heavy rainfall, বর্ষা বিদায় বিলম্ব, আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ, অক্টোবর ভারী বৃষ্টিপাত ভারত, আইএমডি মনসুন আপডেট, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিলম্ব, অক্টোবর বৃষ্টির পূর্বাভাস, মৃত্যুঞ্জয় মহাপাত্র আইএমডি, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মহারাষ্ট্রে বর্ষা বিদায়, বিহার উত্তরপ্রদেশ ও ওডিশায় বৃষ্টি, অক্টোবর পশ্চিমী ঝঞ্ঝা, স্কাইমেট আবহাওয়া পূর্বাভাস, মুম্বই পুণে বর্ষা বিদায়ের তারিখ, আইএমডি ভারী বৃষ্টির সতর্কতা, Breaking News, Important News, News of the day, Must Know News, Weather news, Weather update মৎস্যজীবীদের আজ থেকে তিন তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাতেও বর্ষার শেষ কামড় মোক্ষমি হবে।  মৎস্যজীবীদের আজ থেকে তিন তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
14/19
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর বিদায় এবার বিলম্বিত হতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপই তার প্রধান কারণ। গতকাল সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আজকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর বিদায় এবার বিলম্বিত হতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপই তার প্রধান কারণ।
advertisement
15/19
monsoon withdrawal delay, IMD weather forecast, Bay of Bengal low pressure system, heavy rainfall October India, IMD monsoon update, delayed southwest monsoon 2025, monsoon rain forecast October, IMD Mrutyunjay Mohapatra statement, low pressure depression Bay of Bengal, monsoon retreat Maharashtra, monsoon rain Bihar UP Odisha, western disturbance October India, Skymet weather forecast monsoon, monsoon withdrawal dates Mumbai Pune, IMD alert heavy rainfall, বর্ষা বিদায় বিলম্ব, আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ, অক্টোবর ভারী বৃষ্টিপাত ভারত, আইএমডি মনসুন আপডেট, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিলম্ব, অক্টোবর বৃষ্টির পূর্বাভাস, মৃত্যুঞ্জয় মহাপাত্র আইএমডি, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মহারাষ্ট্রে বর্ষা বিদায়, বিহার উত্তরপ্রদেশ ও ওডিশায় বৃষ্টি, অক্টোবর পশ্চিমী ঝঞ্ঝা, স্কাইমেট আবহাওয়া পূর্বাভাস, মুম্বই পুণে বর্ষা বিদায়ের তারিখ, আইএমডি ভারী বৃষ্টির সতর্কতা, Breaking News, Important News, News of the day, Must Know News, Weather news, Weather update গতকাল সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আজকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আজকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement