প্রতিমা ভাসান হয়নি, পুকুরের জলে ওটা কী ভাসছে? দশমীর দিনে ভয়ঙ্কর দৃশ্য! জাল ফেলতেই...

Last Updated:
পুজোর মাঝেই আতঙ্ক প্রশমন করল বনদফতর। রায়দিঘির নন্দকুমারপুরে পুকুরে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়ার পর খবর গেল বনদফতরে।
1/6
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজোর মাঝেই কুমির আতঙ্ক প্রশমন করল বনদফতর। রায়দিঘির নন্দকুমারপুরে একটি বড় আকারের কুমির দেখতে পাওয়ার পর তাকে জালবন্দি করেছে বনদফতরের লোকজন ফলে খুশি সকলেই। ছবি ও তথ্য: নবাব মল্লিক
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজোর মাঝেই কুমির আতঙ্ক প্রশমন করল বনদফতর। রায়দিঘির নন্দকুমারপুরে একটি বড় আকারের কুমির দেখতে পাওয়ার পর তাকে জালবন্দি করেছে বনদফতরের লোকজন ফলে খুশি সকলেই। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
অপরদিকে মৌসুনির চিনাই নদীর বাঁকা খালের কাছে একটি কুমিরের বাচ্চা দেখতে পায় মৎস্যজীবীরা। সেই কুমির ছানাটিকেও উদ্ধার করেছে তারা। পরে বনদফতরের কর্মীদের হাতে সেই কুমির জানা তুলে দেওয়া হয়।
অপরদিকে মৌসুনির চিনাই নদীর বাঁকা খালের কাছে একটি কুমিরের বাচ্চা দেখতে পায় মৎস্যজীবীরা। সেই কুমির ছানাটিকেও উদ্ধার করেছে তারা। পরে বনদফতরের কর্মীদের হাতে সেই কুমির জানা তুলে দেওয়া হয়।
advertisement
3/6
রায়দিঘির নন্দকুমারপুরে একটি পুকুরে কুমিরটি ঢুকে পড়লে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর খবর যায় রায়দিঘি রেঞ্জ অফিসে। সেখান থেকে বনদফতরের কর্মীরা এসে কুমিরটি উদ্ধার করে।
রায়দিঘির নন্দকুমারপুরে একটি পুকুরে কুমিরটি ঢুকে পড়লে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর খবর যায় রায়দিঘি রেঞ্জ অফিসে। সেখান থেকে বনদফতরের কর্মীরা এসে কুমিরটি উদ্ধার করে।
advertisement
4/6
পুজোর সময় বনদফতরের কর্মীরা দ্রুত কাজ করায় খুশি সকলেই। কুমিরটির উদ্ধার করার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। পরে তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে।
পুজোর সময় বনদফতরের কর্মীরা দ্রুত কাজ করায় খুশি সকলেই। কুমিরটির উদ্ধার করার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। পরে তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
5/6
আবহাওয়া খারাপ থাকায় নদী ও সমুদ্রে জলের স্তর বেড়েছে যার জন্য এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে এলাকায় কুমির ঢুকে পড়ায় স্থানীয়রা আতঙ্কিত হলেও, বনদফতরের কর্মীরা দ্রুত সেই আতঙ্ক প্রশমন করেন।
আবহাওয়া খারাপ থাকায় নদী ও সমুদ্রে জলের স্তর বেড়েছে যার জন্য এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে এলাকায় কুমির ঢুকে পড়ায় স্থানীয়রা আতঙ্কিত হলেও, বনদফতরের কর্মীরা দ্রুত সেই আতঙ্ক প্রশমন করেন।
advertisement
6/6
অপরদিকে মৌসুনির ছোট কুমিরটিকে বকখালি বনদফতরের কর্মীরা পর্যবেক্ষণে রাখেন। এরপর সেই কুমিরছানাটিকেও তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে। কুমির দেখলেই খবর দিতে বলা হয়েছে বনদফতরে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
অপরদিকে মৌসুনির ছোট কুমিরটিকে বকখালি বনদফতরের কর্মীরা পর্যবেক্ষণে রাখেন। এরপর সেই কুমিরছানাটিকেও তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে। কুমির দেখলেই খবর দিতে বলা হয়েছে বনদফতরে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement