Bad Smelling Drinking Water Supply: পানের জন্য দুর্গন্ধযুক্ত জল সরবরাহ হচ্ছে! ক্ষেপে গিয়ে রাস্তায় বসে পড়ল বসিরহাটের মানুষ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bad Smelling Drinking Water Supply: দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহের প্রতিবাদে টাকি রোডের উপর ট্যায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে পথ অবরোধ করেন স্থানীয়রা
উত্তর ২৪ পরগনা: খাওয়ার অযোগ্য দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহের প্রতিবাদে রাস্তায় নেমে এল মানুষ। টাকি রোডের উপর প্রতিবাদে ভিড় করলেন সবাই। বেশ কিছুদিন ধরে বসিরহাট পুর এলাকার কয়েকটি ওয়ার্ডে দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। সেই জল পান করে বাচ্চা থেকে বড় অনেকেই পেটের অসুখকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী, কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যায় তীব্র আকার ধারণ করেছে। নাগরিকদের অভিযোগ, গোটা বিষয়টি পুর প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এদিন তাই বাধ্য হয়ে টাকি রোডের উপর ট্যায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে পথ অবরোধ করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: এইভাবে বই পড়ার পুরনো অভ্যাস ফিরতে চলেছে
advertisement
অবরোধকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরে সরবরাহ করা পানীয় জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এই জল পান করে অনেকেই পেটের রোগে ভুগছেন। বারবার জানিয়ে কোনও ফল না হওয়ায় বাধ্য হয়ে এলিন পথ অবরোধ করেন। পথ অবরোধের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। এই প্রসঙ্গে পুরপ্রধান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। যার জন্য মাঝেমধ্যে সমস্যায় পড়তে হচ্ছে। পাইপ ফেটে যাওয়ার কারণে অনেক সময় দূষিত জল সরবরাহ হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি ঠিক করার আশ্বাস দেন তিনি।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 8:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Smelling Drinking Water Supply: পানের জন্য দুর্গন্ধযুক্ত জল সরবরাহ হচ্ছে! ক্ষেপে গিয়ে রাস্তায় বসে পড়ল বসিরহাটের মানুষ