New Library: এইভাবে বই পড়ার পুরনো অভ্যাস ফিরতে চলেছে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
New Library: আসানসোলের সালানপুরের নুনী গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে কারু শিল্পী প্রশিক্ষণ কেন্দ্র। যা মূলত একটি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বিশেষ লাইব্রেরিও
পশ্চিম বর্ধমান: অনেক প্রবীণ ব্যক্তি রয়েছেন, যারা এখনও বই পড়তে ভালবাসেন। অনেকেই রয়েছেন, যারা স্মার্টফোনে সময় কাটানোর বদলে বইয়ের পাতা উল্টে সময় কাটানো পছন্দ করেন। কিন্তু সবসময় হাতের কাছে সেই সুযোগ থাকে না। থাকে না সব ধরনের বই। তাই বিশেষ উদ্যোগ জেলায়। যার হাত ধরে ফিরবে অবসর সময়ে বই পড়ার সেই পুরানো অভ্যাস।
আসানসোলের সালানপুরের নুনী গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে কারু শিল্পী প্রশিক্ষণ কেন্দ্র। যা মূলত একটি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি বিশেষ লাইব্রেরিও। যেখানে একাধিক ধরনের বই রাখা হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যেমন বই রাখা হয়েছে, তেমনই বই রাখা হয়েছে বড়দের জন্য। অবসর সময়ে যাতে মানুষজন এসে এখানে নিশ্চিন্তে বই পড়ে সময় কাটাতে পারেন, তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
সদ্য এই প্রশিক্ষণ কেন্দ্র এবং লাইব্রেরিটির উদ্বোধন করেছেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। পঞ্চদশ অর্থ কমিশনের সহায়তা এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের নির্দেশে এই বিশেষ লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। নুনী গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই কারুশিল্পী প্রশিক্ষণ কেন্দ্রটি। যার ফলে এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তাছাড়াও এখানে আগামী দিনে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর।
advertisement
জানা গিয়েছে, চার লক্ষ টাকার বেশি ব্যয় করে এই বিশেষ লাইব্রেরি এবং প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে। এখানে এসে অবসর সময় কাটানোর জন্য এলাকার মানুষকে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে প্রশিক্ষণ দেওয়া হলে বহু শিল্পী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। যার ফলে এই প্রশিক্ষণ কেন্দ্রটি তৈরি হওয়ায় দারুন খুশি এলাকার মানুষ।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 6:45 PM IST