টোটোর জন্য বিরাট সমস্যা! বিরাটি-বেলঘড়িয়ায় ভোগান্তি কয়েক হাজার যাত্রীর
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Toto- প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই অটো রুটের উপর নির্ভরশীল। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অটোচালকদের তরফ থেকে জানা যায়, গতকাল রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজে ওঠার মুখে টোটো চালকরা আক্রমণ করে বেলঘড়িয়া বিরাটি রুটের অটোচালকদের উপর।
উত্তর ২৪ পরগনা: টোটোর দৌরাত্ম্যে বন্ধ বেলঘড়িয়া বিরাটি গুরুত্বপুর্ণ রুটে অটো চলাচল। ফলে ব্যস্ত এই রুটে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ।
জানা যায়, এদিন সকাল থেকে বেলঘড়িয়া স্টেশন থেকে বিরাটি স্টেশন পর্যন্ত প্রতিদিন যে অটো চলাচল করে, তা এদিন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোচালকদের তরফে।
প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই অটো রুটের উপর নির্ভরশীল। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অটোচালকদের তরফ থেকে জানা যায়, গতকাল রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজে ওঠার মুখে টোটো চালকরা আক্রমণ করে বেলঘড়িয়া বিরাটি রুটের অটোচালকদের উপর।
advertisement
advertisement
আরও পড়ুন- সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বিশদে জেনে এখনই আবেদন করুন
এক টোটোচালকের হাতে আক্রান্ত হয় যাত্রী। সেই সময় অটো চালকেরা প্রতিবাদ করতে যান। তখন তাঁদের উপর টোটো চালকরা আক্রমণ চালায়। আক্রমণে ৬ থেকে ৭ জন অটোচালক আক্রান্ত হন।
আকাশ দে, রাকেশ দাস, রাহুল দাস, মিন্টু দাস-সহ আরও দুজন আক্রান্ত হন। তার মধ্যে দুজন অটোচালক গুরুতরভাবে আক্রান্ত হন, তাঁদের মাথা ফেটে যায়। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে বেলঘড়িয়া বিরাটি অটো রুটের চালকেরা অটো বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হোন।
advertisement
তাঁদের একটাই দাবি, টোটোচালকদের মেন রোডে ওঠা নিষিদ্ধ থাকলেও তারা সেই নিষেধ মেনে চলে না। ফলে টোটো চালকদের জন্য অটো চালানো দুষ্কর হয়ে পড়ছে। তাই যতদিন না এর কোনও বিহিত হচ্ছে ততদিন অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোন ব্যবস্থা হয়নি বলেও অভিযোগ। তাই যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ বেলঘড়িয়া-বিরাটি অটো রুট বন্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়। এখন দেখার, এই সমস্যা সমাধানে কী ভূমিকা পালন করে প্রশাসন!
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 7:44 PM IST