Job: বিহারে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বেতন থেকে যোগ‍্যতা, বিশদে জেনে এখনই আবেদন করুন

Last Updated:

Government Job: বিহার কৃষি বিশ্ববিদ্যালয় সবৌরের অন্তর্গত ফরেস্ট্রি কলেজ মুঙ্গেরের একাধিক নন-টিচিং পোস্টে সরাসরি নিয়োগ চলছে। ফলে সরকারি চাকরির জন্য এটা দারুণ সুযোগ। আর যাঁরা সরকারি চাকরিতে নিজেদের কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এই সুযোগটি খুবই ভাল।

বিহারে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বেতন থেকে যোগ‍্যতা, বিশদে জেনে এখনই আবেদন করুন
বিহারে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বেতন থেকে যোগ‍্যতা, বিশদে জেনে এখনই আবেদন করুন
যাঁরা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের সেই স্বপ্ন শীঘ্রই পূরণ হতে পারে। কারণ এসে গিয়েছে একটি সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। এর ফলে তরুণ সম্প্রদায়ের সরকারি চাকরির স্বপ্ন সহজেই পূরণ হবে।
বিহার কৃষি বিশ্ববিদ্যালয় সবৌরের অন্তর্গত ফরেস্ট্রি কলেজ মুঙ্গেরের একাধিক নন-টিচিং পোস্টে সরাসরি নিয়োগ চলছে। ফলে সরকারি চাকরির জন্য এটা দারুণ সুযোগ। আর যাঁরা সরকারি চাকরিতে নিজেদের কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এই সুযোগটি খুবই ভাল।
পদ সংক্রান্ত বিশদ তথ্য:
শূন্য পদ:
advertisement
অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্ম ম্যানেজার-সহ মোট ১১টি পদ।
advertisement
নির্বাচন প্রক্রিয়া:
রিটেন কম্পিটিটিভ টেস্ট, স্কিল টেস্ট, কম্পিউটার টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া:
অফলাইন মোডের মাধ্যমে আবেদন করা যাবে। প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ তা পাঠাতে হবে এই ঠিকানায়: Officer-in-Charge (Appointment), Appointment Branch, Bihar Agricultural University, Sabour Office, Bhagalpur।
advertisement
বয়সসীমা:
ন্যূনতম বয়স: ১৮ বছর
সর্বোচ্চ বয়স:
অসংরক্ষিত (পুরুষ): ৩৭ বছর
অসংরক্ষিত (মহিলা), ব্যাকওয়ার্ড ক্লাস, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস (পুরুষ এবং মহিলা): ৪০ বছর
শিডিউলড কাস্ট এবং শিডিউলড ট্রাইব (পুরুষ এবং মহিলা): ৪২ বছর
advertisement
আবেদন প্রক্রিয়া:
১. আগ্রহী প্রার্থীরা বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bausabour.ac.in-এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন।
২. আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র-সহ তা নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
৩. আবেদনের শেষ তারিখের আগে ফর্মটি পাঠানো আবশ্যক। যাতে আবেদন প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করা যায়।
নির্বাচন প্রক্রিয়া:
১. লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, কম্পিউটার পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে প্রার্থীদের।
advertisement
২. এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে। প্রাসঙ্গিক নথিগুলি সঠিক ভাবে প্রস্তুত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এই সুবর্ণ সুযোগ মিস করা চলবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Job: বিহারে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বেতন থেকে যোগ‍্যতা, বিশদে জেনে এখনই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement