North 24 Parganas News: কল্পনা নয়! কিছু বাস্তব, কিছু বিজ্ঞান... জেলার মণ্ডপ জুড়ে মহাজাগতিক ভাবনা

Last Updated:

অমরপল্লী সর্বজনীন পুজো কমিটি তাঁদের ৭৬ তম বর্ষে তুলে ধরছে কলকাতার অন্যতম ঐতিহাসিক হেরিটেজ বিড়লা তারামণ্ডল। উদ্যোক্তাদের বক্তব্য কাল্পনিক চমক নয়, দর্শনার্থীদের সামনে শহরের ঐতিহ্যকে জীবন্ত করে তোলাই তাঁদের উদ্দেশ্য।

+
মহাজাগতিক

মহাজাগতিক দৃশ্য

উত্তর ২৪ পরগনা: আজ দশমী। পুজো শেষ। আবার বছরভরের অপেক্ষা। বিদায়বেলায় একবার শেষবারের মতো মাকে দেখা, প্রার্থনা। নাগেরবাজারে অমরপল্লি এলাকার মানুষ এবারের পুজোতে সাক্ষী থাকলেন মহাজাগতিক ছোঁয়ার। অমরপল্লী সর্বজনীন পুজো কমিটি তাঁদের ৭৬ তম বর্ষে তুলে ধরছে কলকাতার অন্যতম ঐতিহাসিক হেরিটেজ বিড়লা তারামণ্ডল। উদ্যোক্তাদের বক্তব্য কাল্পনিক চমক নয়, দর্শনার্থীদের সামনে শহরের ঐতিহ্যকে জীবন্ত করে তোলাই তাঁদের উদ্দেশ্য।
প্রতি বছরই হেরিটেজ স্থাপত্য উঠে আসে এই পুজোর ভাবনায়। কখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল, কখনও টাউন হল। এ বছর সেই তালিকায় যুক্ত হল মহাবিশ্বের রহস্য দর্শনের দরজা খুলে দেওয়া বিড়লা তারামণ্ডল। ১৯৬৩ সালে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্বোধনের মধ্য দিয়ে কলকাতায় আত্মপ্রকাশ করেছিল এই প্রতিষ্ঠান। মহাকাশ গবেষণার সেই ঐতিহাসিক যাত্রার ৬২ বছর পূর্তিতে নাগেরবাজারের পুজো প্যান্ডেলে তৈরি হচ্ছে তার নিখুঁত আবহ। আয়োজক কমিটির কর্ণধার জানালেন, মানুষকে শুধু বিনোদন নয়, শিক্ষার সুযোগও দিতে চাই আমরা। নতুন প্রজন্মের মধ্যে হেরিটেজের প্রতি কৌতূহল বাড়ানোই মূল লক্ষ্য। এবার দুর্গোৎসবে তাই মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীরা দেখছেন এক অন্য অভিজ্ঞতা, যেন মহাবিশ্বকে কাছ থেকে দেখার সুযোগ, কলকাতার ঐতিহ্যকে নতুনভাবে জানার সুযোগ মিলছে এভাবেই।
advertisement
দর্শনার্থীদের অনেকেই জানাচ্ছেন, ছোটবেলায় এই শো দেখলেও পরে আর দেখা হয়ে ওঠেনি সেভাবে। এই পুজো মণ্ডপের সুবাদেই এবার তারামণ্ডল ও মহাকাশের সৌন্দর্য দৃশ্যের কথা মনে এল। শিশুরাও এই পুজো মণ্ডপে এসে তাদের পাঠ্য বইয়ে পড়া বিষয়বস্তুকেই যেন চাক্ষুষ করতে পারলেন। অনেক অভিভাবকদের দেখা গেল মণ্ডপের মধ্যে দাঁড়িয়েই সন্তানদের নানা মহাজাগতিক দৃশ্য বিশ্লেষণ করে বোঝাচ্ছেন। সব মিলিয়ে এই পুজো এবার বেশ সাড়া ফেলে দিয়েছে জেলায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কল্পনা নয়! কিছু বাস্তব, কিছু বিজ্ঞান... জেলার মণ্ডপ জুড়ে মহাজাগতিক ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement