Maut Ka Kuan: মুক্তাই চণ্ডী মেলায় মত কা কুয়ার-সময় মারাত্মক দুর্ঘটনা, তারপর...

Last Updated:

Maut Ka Kuan: মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়  নিচে আর মোটরবাইক ছিটকে পড়ল দর্শকদের উপর।

মত কা কুয়া- করতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট
মত কা কুয়া- করতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট
আসানসোল : সালানপুরের মুক্তাই চণ্ডী মেলায় বসেছে মত কি কুয়া। মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়  নিচে আর মোটরবাইক ছিটকে পড়ল দর্শকদের উপর। ১০ জনের মধ্যে আহত ৯ জন দর্শক আর মোটরবাইক চালকও। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে মারাত্মক এই অ্যাক্সিডেন্টের ফলে  মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।
আসানসোলের সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা হচ্ছে মুক্তাইচন্ডী মেলা আর সেই মেলায় রবিবার রাতের দিকে মত কি কুয়া খেলার সময় ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। পুলিশ ও কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। অ্যাক্সিডেন্টে আহতদের মধ্যে  ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ৪ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
জানা যায় আসানসোলের সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা হচ্ছে মুক্তাইচন্ডী মেলা প্রাঙ্গণে রবিবার প্রচুর ভিড় জমে। মেলায় মত কি কুয়ার শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুত গতিতে থাকা মোটর সাইকেল চালক। উপর থেকে মোটর সাইকেল ছেড়ে মত কি কুয়ার মধ্যে পড়ে যায় চালক এবং দ্রুতগতিতে থাকা মোটর সাইকেলটি আছড়ে পড়ে দর্শকদের গায়ের ওপর, এর ফলে আহত হন এক মহিলা ও শিশু সহ মোট ১০ জন।
advertisement
এই  অ্যাক্সিডেন্টে- র ঘটনার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মেলা ছেড়ে পালাতে থাকে মানুষ জন। তবে পুলিশ ও মেলার উদ্যোক্তরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে তৎক্ষণাৎ বড় নাগর দোলনা ও মত কি কুয়া শো বন্ধ করা হয়। তবে মেলা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।
advertisement
Dipak Sharma
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maut Ka Kuan: মুক্তাই চণ্ডী মেলায় মত কা কুয়ার-সময় মারাত্মক দুর্ঘটনা, তারপর...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement