আসানসোল : সালানপুরের মুক্তাই চণ্ডী মেলায় বসেছে মত কি কুয়া। মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নিচে আর মোটরবাইক ছিটকে পড়ল দর্শকদের উপর। ১০ জনের মধ্যে আহত ৯ জন দর্শক আর মোটরবাইক চালকও। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে মারাত্মক এই অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।
আসানসোলের সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা হচ্ছে মুক্তাইচন্ডী মেলা আর সেই মেলায় রবিবার রাতের দিকে মত কি কুয়া খেলার সময় ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। পুলিশ ও কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। অ্যাক্সিডেন্টে আহতদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ৪ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
জানা যায় আসানসোলের সালানপুর ব্লকের অন্যতম বড় মেলা হচ্ছে মুক্তাইচন্ডী মেলা প্রাঙ্গণে রবিবার প্রচুর ভিড় জমে। মেলায় মত কি কুয়ার শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুত গতিতে থাকা মোটর সাইকেল চালক। উপর থেকে মোটর সাইকেল ছেড়ে মত কি কুয়ার মধ্যে পড়ে যায় চালক এবং দ্রুতগতিতে থাকা মোটর সাইকেলটি আছড়ে পড়ে দর্শকদের গায়ের ওপর, এর ফলে আহত হন এক মহিলা ও শিশু সহ মোট ১০ জন।
আরও পড়ুন - Earthquake: তুরস্ক ভূমিকম্পের ভয়াল ছবি মনে রেখেই পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য কেঁপে উঠল কাকভোরে
এই অ্যাক্সিডেন্টে- র ঘটনার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মেলা ছেড়ে পালাতে থাকে মানুষ জন। তবে পুলিশ ও মেলার উদ্যোক্তরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে তৎক্ষণাৎ বড় নাগর দোলনা ও মত কি কুয়া শো বন্ধ করা হয়। তবে মেলা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।
Dipak Sharmaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।