Earthquake: তুরস্ক ভূমিকম্পের ভয়াল ছবি মনে রেখেই পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য কেঁপে উঠল কাকভোরে

Last Updated:

Earthquake: ভূমিকম্পের ঝটকা ভোর চারটে ১৫ মিনিটে অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর-পূর্বেক ইয়ুকসোম৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ৭০ কিলোমিটার গভীরে ছিল৷

Earthquake in Sikkim
Earthquake in Sikkim
নয়াদিল্লি: এখনও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি সকলের মনে টাটকা ক্ষত করে রেখেছে এই অবস্থাতেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে সোমবার সকাল সকাল ভূমিকম্প অনুভব করা গেল৷ সোমবার সকালে সিকিমে ভূমিকম্প (Sikkim Earthquake) হয়েছে৷  এই মুহূর্তে জীবনহানি বা সম্পত্তিহানির কোনও খবর পাওয়া যায়নি৷ রাষ্ট্রীয় ভূমিকম্প কেন্দ্রের পরামর্শ অনুযায়ি ভূমিকম্পের ঝটকা ভোর চারটে ১৫ মিনিটে অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর-পূর্বেক ইয়ুকসোম৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ৭০ কিলোমিটার গভীরে ছিল৷
ভোরবেলার এই ভূমিকম্প বেশিরভাগ এলাকার মানুষই ঘুমন্ত অবস্থায় ছিল৷
advertisement
advertisement
রবিবারও অসমের কিছু এলাকায় চার-এর মতো রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা অনুভব করা গিয়েছিল৷ এক আধিকারিক জানিয়েছেন সেই ভূমিকম্পের থেকেও কোনও প্রাণহানি বা সম্পত্তিহানির ঘটনা ঘটেনি৷ রাষ্ট্রীয় ভূমিকম্প কেন্দ্রের রিপোর্ট অনুযায়ি ভূমিকম্পের ঝটকা বিকেল চারটে ১৮ মিনিটে অনুভব করা গিয়েছিল৷ এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নওগাঁও জেলার ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তটে ছিল৷ ভূমিকম্পের উৎসস্থল ১০ কিলোমিটার গভীরে ছিল৷
advertisement
রিপোর্ট অনুযায়ি ভূমিকম্পের কেন্দ্র গুয়াহাটির ১৬০ কিলোমিটার দূরে মধ্য অসমে হোজাইয়ের কাছে ছিল৷ পশ্চিমি কার্বি আংলং, কার্বি আংলং, গোলাঘাট আর মোরি গ্রাম জেলার মানুষরা ভূমিকম্পের ঝটকা অনুভব করেছেন৷ এছাড়া ব্রহ্মপুত্র নদের উত্তর ভাগে মানুষরা অনুভব করে৷  পূর্বোত্তরের সব রাজ্যের উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকায় নিয়মিত ভূমিকম্পের ঝটকা অনুভব করেন৷
advertisement
উল্লেখ্য ভারতের প্রায় ৫৯ শতাংশ ভূভাগ আলাদা -আলাদা তীব্রতায় ভূমিকম্পের প্রতি সংবেদনশীল হয়৷ ৮ টি রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকা-র জোন ৫ এ ভূমিকম্পের জন্য সংবেদনশীল৷ এক মধ্যে গুজরাত, হিমাচল প্রদেশ, বিহার, জম্মু-কাশ্মীর, ও পুরো উত্তর পূর্ব ভারত ছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: তুরস্ক ভূমিকম্পের ভয়াল ছবি মনে রেখেই পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য কেঁপে উঠল কাকভোরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement