Earthquake: তুরস্ক ভূমিকম্পের ভয়াল ছবি মনে রেখেই পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য কেঁপে উঠল কাকভোরে

Last Updated:

Earthquake: ভূমিকম্পের ঝটকা ভোর চারটে ১৫ মিনিটে অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর-পূর্বেক ইয়ুকসোম৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ৭০ কিলোমিটার গভীরে ছিল৷

Earthquake in Sikkim
Earthquake in Sikkim
নয়াদিল্লি: এখনও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি সকলের মনে টাটকা ক্ষত করে রেখেছে এই অবস্থাতেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে সোমবার সকাল সকাল ভূমিকম্প অনুভব করা গেল৷ সোমবার সকালে সিকিমে ভূমিকম্প (Sikkim Earthquake) হয়েছে৷  এই মুহূর্তে জীবনহানি বা সম্পত্তিহানির কোনও খবর পাওয়া যায়নি৷ রাষ্ট্রীয় ভূমিকম্প কেন্দ্রের পরামর্শ অনুযায়ি ভূমিকম্পের ঝটকা ভোর চারটে ১৫ মিনিটে অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর-পূর্বেক ইয়ুকসোম৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল ৭০ কিলোমিটার গভীরে ছিল৷
ভোরবেলার এই ভূমিকম্প বেশিরভাগ এলাকার মানুষই ঘুমন্ত অবস্থায় ছিল৷
advertisement
advertisement
রবিবারও অসমের কিছু এলাকায় চার-এর মতো রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা অনুভব করা গিয়েছিল৷ এক আধিকারিক জানিয়েছেন সেই ভূমিকম্পের থেকেও কোনও প্রাণহানি বা সম্পত্তিহানির ঘটনা ঘটেনি৷ রাষ্ট্রীয় ভূমিকম্প কেন্দ্রের রিপোর্ট অনুযায়ি ভূমিকম্পের ঝটকা বিকেল চারটে ১৮ মিনিটে অনুভব করা গিয়েছিল৷ এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নওগাঁও জেলার ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তটে ছিল৷ ভূমিকম্পের উৎসস্থল ১০ কিলোমিটার গভীরে ছিল৷
advertisement
রিপোর্ট অনুযায়ি ভূমিকম্পের কেন্দ্র গুয়াহাটির ১৬০ কিলোমিটার দূরে মধ্য অসমে হোজাইয়ের কাছে ছিল৷ পশ্চিমি কার্বি আংলং, কার্বি আংলং, গোলাঘাট আর মোরি গ্রাম জেলার মানুষরা ভূমিকম্পের ঝটকা অনুভব করেছেন৷ এছাড়া ব্রহ্মপুত্র নদের উত্তর ভাগে মানুষরা অনুভব করে৷  পূর্বোত্তরের সব রাজ্যের উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকায় নিয়মিত ভূমিকম্পের ঝটকা অনুভব করেন৷
advertisement
উল্লেখ্য ভারতের প্রায় ৫৯ শতাংশ ভূভাগ আলাদা -আলাদা তীব্রতায় ভূমিকম্পের প্রতি সংবেদনশীল হয়৷ ৮ টি রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকা-র জোন ৫ এ ভূমিকম্পের জন্য সংবেদনশীল৷ এক মধ্যে গুজরাত, হিমাচল প্রদেশ, বিহার, জম্মু-কাশ্মীর, ও পুরো উত্তর পূর্ব ভারত ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: তুরস্ক ভূমিকম্পের ভয়াল ছবি মনে রেখেই পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য কেঁপে উঠল কাকভোরে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement