চেন্নাই: আইপিএলের বিশ্বব্যাপী সাড়া জাগানো সাফল্যের পর বিসিসিআই আগামী মাসে প্রথমবারের জন্য মহিলাদের আইপিএল আয়োজন করতে চলেছে। ডব্লিউপিএল এর প্রথম সংস্করনে ৫ টি দল অংশ নিচ্ছে। আইপিএল এর আদলে মহিলাদের আইপিএলেও হবে নিলাম। সোমবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১২ কোটি টাকা খরচ করতে পারবেন।
অর্থাৎ নিলামে মোট ৬০ কোটি টাকার ক্রিকেটার কেনা হবে। ডব্লিউপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। এর মধ্যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, ওপেনার স্মৃতি মান্ধানা, অলরাউন্ডার দীপ্তি শর্মা, অনুর্দ্ধ ১৯ বিশ্বজয়ী মহিলা দলের অধিনায়ক শেফালি ভার্মা রয়েছেন।
২৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা রাখা হয়েছে। ৩০ জন ক্রিকেটারের বেস প্রাইস ৪০ লক্ষ টাকা রয়েছে, এর মধ্যে ভারতের ৪ জন ক্রিকেটার রয়েছেন। ডব্লিউপিএল এর প্রথম সংস্করনে ৯০ জন ক্রিকেটার নিলামে উঠবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখতে পারবেন।
𝙀𝙭𝙘𝙞𝙩𝙞𝙣𝙜 𝙩𝙞𝙢𝙚𝙨 𝙖𝙝𝙚𝙖𝙙! 🙌🏻#TeamIndia captain @ImRo45 along with @ashwinravi99 & @DineshKarthik share their thoughts ahead of the #WPLAuction tomorrow 🔨@wplt20 pic.twitter.com/2WhM8PMftl
— BCCI (@BCCI) February 12, 2023
স্কোয়াডে ৬ জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যাবে না। মোট ৩০ জন বিদেশি ও ৬০ জন ভারতীয় ক্রিকেটার অংশ নেবেন। অস্ট্রেলিয়া থেকে ২৮ জন, ইংল্যান্ডের ২৭ জন, ওয়েস্ট ইন্ডিজের ২৩ জন ক্রিকেটার নিলামে অংশ নিচ্ছেন।
এলিস পেরি, সোফি ডিভাইন, এশলে গার্ডনার, একলেস্টোন, হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা, হিলি ম্যাথিউস নিলামে বড় অংকের অর্থ পেতে পারেন। ৪১ বছর বয়সী লতিকা কুমারী নিলামে অংশগ্রহণকারী সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন। ১৫ বছর বয়সী জোরে বোলার শবনম এমডি ও বা হাতি স্পিনার সোনম যাদব নিলামে অংশগ্রহণকারী কনিষ্ঠতম ক্রিকেটার হবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।