ঘরে-ঘরে খু*নোখু*নি! কুলটির শুটআউট কাণ্ডে ভাইয়ের পর গ্রেফতার মৃতের খুড়তুতো বোন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
মাত্র একমাস আগে আসিফ এবং ফরহানাজ কুলটির নিয়ামতপুরে জাভেদ বারিকের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা : আসানসোলের কুলটি শুটআউট কাণ্ডে আবার গ্রেফতার এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ গত সোমবার গভীর রাতে অভিযুক্তকে ধরতে বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে গ্রেফতার করা হয় ফরহানাজ ওরফে সামা এবং তার গাড়িচালককে। জানা গিয়েছে, ফরহানাজ হলেন মৃত জাভেদ বারিকের খুড়তুতো বোন।
উল্লেখ্য, মৃতের জাভেদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কারণ তার নাম রয়েছে এফআইআরে। এফআইআরে নাম রয়েছে মূল অভিযুক্ত আসিফ খান এবং তার স্ত্রী ফরহানাজের। জানা গিয়েছে ঘটনার মূল অভিযুক্ত আসিফ খানের বাড়ি আসানসোলের বস্তিন বাজার এলাকায়।
advertisement
advertisement
কিন্তু শুটআউটের ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন মূল অভিযুক্তের স্ত্রী। আর অবশেষে তাকে জলপাইগুড়ি থেকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা। মৃত জাবেদ বারিকের পরিবারের অভিযোগ, মাত্র একমাস আগে আসিফ এবং ফরহানাজ কুলটির নিয়ামতপুরে জাভেদ বারিকের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তখনই তাকে খু*নের হুমকি দেওয়া হয়েছিল। এমনকি জাভেদকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুন : বাজারে গিয়ে ছুটোছুটি করতে হবে না, যা চাই, সব পাবেন! মনের মতো শপিং হবে এখানেই
কিন্তু প্রাণনাশের এমন হুমকি যে সত্যি হবে, তা কেউই অনুমান করতে পারেন নি। কিন্তু গত শুক্রবার সেটাই হয়েছে। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার সময় গলিপথে ঢুকতেই জাভেদকে লক্ষ্য করে গু*লি চালায় দুষ্কৃতীরা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেখানে দেখা যায়, জাভেদের জন্য ওত পেতে অপেক্ষা করছিল দু’জন দুষ্কৃতী। যারা স্কুটিতে চেপে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
advertisement
আরও পড়ুন : এই গ্রামের পুরুষরা পুজোর সময় ঘরে থাকেন না, ফেরেন একাদশীতে! তারপর কী হয় জানেন?
উল্লেখ্য এই ঘটনায় তদন্ত নামে প্রথমে গ্রেপ্তার করা হয় জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইফতিকাম আলমকে। এরপর গ্রেপ্তার করা হল আরও একজনকে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা। তার খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 7:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরে-ঘরে খু*নোখু*নি! কুলটির শুটআউট কাণ্ডে ভাইয়ের পর গ্রেফতার মৃতের খুড়তুতো বোন