খোদ রাজ্যের মন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বসল একরত্তি! আসানসোলে মলয় ঘটকের সঙ্গে এ কী হল?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
এক খুদের সঙ্গেও দাবা খেললেন মন্ত্রী মলয় ঘটক। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুদে সহ অন্যান্য প্রতিযোগীরা।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আসানসোল ক্লাবে অনুষ্ঠিত হল দাবা প্রতিযোগিতা। সেখানে ১৬০ জন অংশগ্রহণ করেছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্করাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। <strong>(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)</strong>
advertisement
advertisement
অনুষ্ঠানের সূচনার পর এক খুদের সঙ্গেও দাবা খেললেন মন্ত্রী মলয় ঘটক। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত খুদে সহ অন্যান্য প্রতিযোগীরা। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সভাপতি মুখেশ বাবু বলেন "দুর্গাপুর আসানসোল এর বিভিন্ন স্কুল থেকে এসেছে এখানে ছাত্র ছাত্রীরা। সাতটি রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হবে। <strong>(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)</strong>
advertisement
advertisement
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয় অয়ন নাথ। তার হাতে ট্রফি এবং প্রাইজ তুলে দেন অয়োজকরা। প্রথম হতে পেরে খুশি অয়ন। পাশাপাশি ২৫ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও একজন সিনিয়র বিভাগের জয়ী হয়েছেন। পাশাপাশি ২ জন স্কুলের ছাত্রকেও পুরস্কৃত করা হয়েছে। যার ম্ধেয প্রথম হয়েছে বার্নপুর রিভার সাইড স্কুল এবং রানার আপ হয়েছে ডিএভি মডেল স্কুল দুর্গাপুর। <strong>(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)</strong>
advertisement