West Bengal Municipal By Election: উপনির্বাচনে জোড়া জয়ে স্বস্তি তৃণমূলের, বিজেপি-কে পিছনে ফেলে আসানসোলে দ্বিতীয় সিপিএম

Last Updated:

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল৷ এই ওয়ার্ডটি তৃণমূলের দখলেই ছিল৷

আসানসোলের পুরসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে থাকল সিপিএম৷
আসানসোলের পুরসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে থাকল সিপিএম৷
#দীপক শর্মা, আসানসোল: লোকসভার পর পুরসভার উপনির্বাচন৷ আসানসোলে তৃণমূলের সবুজ ঝড় অব্যাহত৷ উপনির্বাচনে জিতে আসানসোলের মেয়র পদে নিজের জায়গা পাকা করলেন বিধান উপাধ্যায়৷ উল্টো দিকে একদা নিজেদের শক্ত ঘাঁটিতে ফের একবার মুখ পুড়ল বিজেপি-র৷ বরং রক্তক্ষরণ কিছুটা হলেও সামলে উঠে এই উপনির্বাচনেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিপিএম৷ যদিও প্রথম স্থানে থাকা তৃণমূল প্রার্থীর সঙ্গে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের ফারাক প্রায় সাড়ে ৫ হাজার ভোটের৷
আসানসোল পুরসভা নির্বাচনে তৃণমূল জিতলেও মেয়র বাছা হয় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে৷ যদিও পুরভোটে তখন লড়েননি বিধান৷ তাই ছ' মাসের মধ্যে তাঁকে ভোটে জিতে আসতে হত৷ সেই কারণেই ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল৷ পদত্যাগ করেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর৷ উপনির্বাচনের দিন তৃণমূল- বিজেপি সংঘাতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল৷ যদিও ভোটের ফলে দেখা গেল পাঁচশো ভোটও পাননি বিজেপি প্রার্থী৷
advertisement
advertisement
সাত ভোট গণনার পর দেখা যায়, মোট ভোট পড়েছে ৮৪৫৭৷ তার মধ্যে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় একাই পেয়েছেন ৬৬৮৩টি ভোট৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন ১২০৬টি ভোট৷ বিজেপি-র প্রাপ্ত ভোট ৪৮৫, কংগ্রেস পেয়েছে মাত্র ৮৩টি ভোট৷
advertisement
অন্যদিকে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল৷ এই ওয়ার্ডটি তৃণমূলের দখলেই ছিল৷ কিন্তু পুরপ্রতিনিধির মৃত্যু হওয়ায় সেখানে উপনির্বাচন করতে হয়৷ এই ওয়ার্ডে অবশ্য দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে বিজেপি৷ তৃণমূলের জয়ী প্রার্থী পাপাই রাহা পেয়েছেন ২৮৪২টি ভোট৷ সেখানে বিজেপি প্রার্থী অরূপ কুমার পাল পেয়েছেন ৭২৪টি ভোট৷ তৃতীয় স্থানে থাকা বামফ্রন্টের প্রার্থী পেয়েছেন ৩৩২টি ভোট৷ ২১১৮ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী৷
advertisement
জোড়া দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে অস্বস্তির মধ্যেই এই জোড়া জয় নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে বড় স্বস্তির৷
সহ প্রতিবেদন- অনিরুদ্ধ কীর্তনীয়া
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal By Election: উপনির্বাচনে জোড়া জয়ে স্বস্তি তৃণমূলের, বিজেপি-কে পিছনে ফেলে আসানসোলে দ্বিতীয় সিপিএম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement