Anubrata Mondal: আদালতে পেশের আগে হঠাৎ আত্মবিশ্বাসী অনুব্রত, মুখেও ফিরল হাসি! ভোল বদলে রহস্য

Last Updated:

অনুব্রতকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য আজ আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
#কলকাতা: এতদিন সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে দেখে মনে হত বিধ্বস্ত, অসুস্থ৷ কিন্তু বুধবার সকালে হঠাৎই যেন বদলে গেল অনুব্রত মণ্ডলের শরীরী ভাষা৷
এ দিন সকালে আসানসোল আদালতে নিয়ে যাওয়ার জন্য নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে অনুব্রত মণ্ডলকে বের করা হয়৷ তখনই প্রবল আত্মবিশ্বাসী লাগে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে৷ সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি৷ একই সঙ্গে দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা ঝরে পড়েছে তাঁর গলায়৷ গাড়িতে বসে অনুব্রত বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, অনেক করেছে!'
advertisement
আজই অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ সূত্রের খবর, অনুব্রতকে জেল হেফাজতে পাঠিয়ে জেরা করার জন্য আজ আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই৷ তবে আদালতে পেশ করার আগে অনুব্রতর এই হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ শুধু আত্মবিশ্বাসী নয়, এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত নিজেই জানিয়ছেন, তাঁর শরীর ভাল আছে৷ এর আগে সিবিআই হেফাজতে থাকাকালীন সংবাদমাধ্যম এবং আদালতের বিচারককেও অনুব্রত জানিয়েছিলেন, তিনি অসুস্থ৷
advertisement
advertisement
সবমিলিয়ে এ দিন পুরনো মেজাজেই পাওয়া গিয়েছে বীরভূমের কেষ্টকে৷ তিনি জামিনের আশা করছেন কি না প্রশ্ন করায় অনুব্রত বলেন, 'সেটা তো কোর্ট বলবে৷' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অনুব্রত মণ্ডলের মতো প্রভাবশালীর মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে বিচার করা হোক৷ এই প্রশ্নেরও জবাব দিয়েছেন অনুব্রত৷ আত্মবিশ্বাসী অনুব্রত পাল্টা প্রশ্ন করেন, 'এটা নিয়মে আছে নাকি, বললেই হয়ে গেল?'
advertisement
গতকালই অনুব্রত মণ্ডলের নাম করে সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে৷ এ দিন সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন অনু্ব্রত৷ কারা তাঁর নাম করে বিচারককে এই চিঠি বিচারককে পাঠালো, তা খুঁজে বের করতে নিজেই সিবিআিই তদন্ত চেয়েছেন অনুব্রত মণ্ডল৷
advertisement
শুধু নিজাম প্যালেস থেকে বেরনোর সময় নয়, আসানসোলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় যানজটে আটকে যায় সিবিআই-এর গাড়ি৷ তখনও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রীতিমতো হাসিমুখে সুর করে অনুব্রত বলেন, 'শরীর আগের থেকে অনেক ভাল৷' তিনি আরও বলেন, 'আমি বিচারককে জোড় হাত করে বলব কারা চিঠি দিল তা খুঁজে বের করতে সিবিআই তদন্তের নির্দেশ দিন৷'
advertisement
গত কয়েকদিনে অনুব্রত মণ্ডলের চাল কলে হানা দিয়েছে সিবিআই৷ তাঁর বিপুল সম্পত্তির খোঁজও সিবিআই গোয়েন্দারা পেয়েছেন বলে সূত্রের খবর৷ সেই সমস্ত তথ্য প্রমাণ আজ আদালতে পেশ করার কথা সিবিআই-এর৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গরু পাচারের টাকা থেকেই অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি বৃদ্ধি হয়েছে৷ সবমিলিয়ে অনুব্রতর চাপ আরও বেড়েছে৷ অথচ এ দিন অনুব্রতর শরীরী ভাষা অন্য কথা বলছে৷ অনুুব্রতর এই হঠাৎ আত্মবিশ্বাস বৃদ্ধি রহস্য এবং জল্পনা, দুইই বাড়িয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: আদালতে পেশের আগে হঠাৎ আত্মবিশ্বাসী অনুব্রত, মুখেও ফিরল হাসি! ভোল বদলে রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement