Anubrata Mondal demands CBI investigation: তাঁর নাম করে বিচারককে হুমকি চিঠি, নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত!

Last Updated:

গতকালই জানা গিয়েছিল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছে৷

অনুব্রতর অবাক দাবি!
অনুব্রতর অবাক দাবি!
#কলকাতা: গতকালই তাঁর নাম করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে৷ এবার এই ঘটনার তদন্তে নিজেই সিবিআই তদন্তের দাবি করলেন গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল৷ আজই তাঁকে ফের আদালতে পেশ করবে সিবিআই৷ তার জন্য সকালবেলাই তাঁকে কলকাতা থেকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই কর্তারা৷
প্রসঙ্গত,  গতকালই জানা গিয়েছিল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছে৷ সেই চিঠিতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে৷ যদিও চিঠির প্রেরক হিসেবে বাপ্পা চট্টোপাধ্যায় নামে যে ব্যক্তির নাম ছিল, তিনি এই চিঠির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন৷
advertisement
advertisement
গতকালই অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, এই চিঠি বিজেপি পাঠিয়েছে৷ এ দিন সকালে নিজাম প্যালেস থেকে বের করার সময় এই বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়৷ তার জবাবে অনুব্রত বলেন, 'আমি জজ সাহেবকে বলব যাঁরা জজ সাহেবের সম্পর্কে এসব বলেছে, আমি সিবিআই তদন্ত চাইব৷'
advertisement
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই সিবিআই-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূল৷ অনুব্রত নিজেও সিবিআই তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ৷ সেই অনুব্রতই এবার বিচারককে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বসলেন৷
আজই অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ এই অবস্থায় আজ অনুব্রতকে নিয়ে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর সবার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal demands CBI investigation: তাঁর নাম করে বিচারককে হুমকি চিঠি, নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement