Anubrata Mondal: 'এতদিন রাজনীতি করছি, এরকম ঘটনা আগে দেখিনি!' বীরভূমে কী এমন ঘটল, হতবাক অনুব্রত

Last Updated:

বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর মাঝে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: বীরভূমের সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি ছেঁটানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ এমন কি, এই ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা দফতরের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক৷
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ছবিতে কালি ছেটানোর এই ঘটনায় বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগামিকাল তাঁদের আদালতে পেশ করা হবে৷
এ দিনই সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কালি ছিঁটিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে৷ এই ঘটনার নিন্দা করতে গিয়ে অনুব্রত বলেন, ‘এতদিন রাজনীতি করছি, এমন ঘটনা কখনও দেখিনি৷’
advertisement
advertisement
তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি আরও বলেন, ‘জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা মুখ্যমন্ত্রী থাকার সময়ও আমরা বিরোধী দলে ছিলাম, কিন্তু কখনও কারও মুখে কালি লাগাইনি, এই ধরনের আচরণ করিনি।’
এর পরেই জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়েও সরব হয়েছেন অনুব্রত৷ তিনি প্রশ্ন তোলেন, ‘বীরভূমে এমন ঘটনা ঘটল, আর গোয়েন্দা বিভাগ (ডিআইবি) কিছুই টের পেল না? এটা কি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নয়?’
advertisement
বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর মাঝে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল৷ মাঝে পুলিশ আধিকারিককে ফোনে হুমকি এবং কুকথা কাণ্ডের জেরেও দলের রোষের মুখে পড়েন তিনি৷ কিন্তু সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরই অনুব্রতকে জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়৷ তার পর থেকেই জেলার রাজনীতিতে ফের আগের মতোই সক্রিয় হয়েছেন অনুব্রত মণ্ডল৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'এতদিন রাজনীতি করছি, এরকম ঘটনা আগে দেখিনি!' বীরভূমে কী এমন ঘটল, হতবাক অনুব্রত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement