Bangla News: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়! মা মহামায়ীর মানত করলে মানতে হবে নিয়ম

Last Updated:

এখানে মানত করা ও তারপরের পুজো নিয়ে এক অন্যরকম প্রথা প্রচলিত। দেবী মহামায়ীর কাছে মানত করলে এবং সেই মানত পূরণ হলে কাঁটা তার নিয়ে ভক্তরা নাচ করেন। সেইসঙ্গে গরম তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়

+
মা

মা মহামায়ীর পুজো

পুরুলিয়া: প্রতিবছরের মত এই বছরও কাঁসরা গ্ৰামে মহা ধুমধামের সঙ্গে হয়ে গেল মহামায়ী’র গ্রাম্য পুজো। বহু ভক্তের সমাগম হয় এই পুজোয়। বহু যুগ ধরে মাঘ মাসের ১০ তারিখ এই পুজো হয়ে আসছে। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা। ‌হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মেলায়। ‌কাঁসরা গ্রামের মহাময়ীর পুজোয় পুরুলিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার থেকেও বহু পুণ্যার্থী আসেন। এই পুজো প্রসঙ্গে কলমা গ্রাম পঞ্চায়েত প্রধান চৈতন্য বাগদি বলেন, বহু বছরের পুরনো এই পুজো। মেলাও তখন থেকে হচ্ছে।
ভক্তদের বিশ্বাস মহামায়ী মা ভীষণ জাগ্রত। এখানে মানত করা ও তারপরের পুজো নিয়ে এক অন্যরকম প্রথা প্রচলিত। দেবী মহামায়ীর কাছে মানত করলে এবং সেই মানত পূরণ হলে কাঁটা তার নিয়ে ভক্তরা নাচ করেন। সেইসঙ্গে গরম তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয় ভক্তদের। এটাই এখানকার রীতি। সরদার’রা এই পুজোর সূচনা করেছিলেন। বহু যুগ ধরে এইভাবেই এখানে পুজো হয়ে আসছে।
advertisement
advertisement
রও খবর পড়তে ফলো করুন
এই নিয়ে কাঁসরা মহাময়ী মেলা কমিটির সদস্য তপন সিং সরদার বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন এই মেলা ও পুজোয়। প্রায় ২০০ বছরের পুরানো এই পুজো। প্রাচীন কাল থেকে এইভাবেই এই পুজো চলে আসছে। যত দিন যাচ্ছে ভক্তের সংখ্যা বেড়েই চলেছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়! মা মহামায়ীর মানত করলে মানতে হবে নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement