Bangla News: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়! মা মহামায়ীর মানত করলে মানতে হবে নিয়ম
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
এখানে মানত করা ও তারপরের পুজো নিয়ে এক অন্যরকম প্রথা প্রচলিত। দেবী মহামায়ীর কাছে মানত করলে এবং সেই মানত পূরণ হলে কাঁটা তার নিয়ে ভক্তরা নাচ করেন। সেইসঙ্গে গরম তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়
পুরুলিয়া: প্রতিবছরের মত এই বছরও কাঁসরা গ্ৰামে মহা ধুমধামের সঙ্গে হয়ে গেল মহামায়ী’র গ্রাম্য পুজো। বহু ভক্তের সমাগম হয় এই পুজোয়। বহু যুগ ধরে মাঘ মাসের ১০ তারিখ এই পুজো হয়ে আসছে। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মেলায়। কাঁসরা গ্রামের মহাময়ীর পুজোয় পুরুলিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার থেকেও বহু পুণ্যার্থী আসেন। এই পুজো প্রসঙ্গে কলমা গ্রাম পঞ্চায়েত প্রধান চৈতন্য বাগদি বলেন, বহু বছরের পুরনো এই পুজো। মেলাও তখন থেকে হচ্ছে।
আরও পড়ুন: শীতের ভোরে এ কীসের শব্দ! আসার আগেই সব শেষ
ভক্তদের বিশ্বাস মহামায়ী মা ভীষণ জাগ্রত। এখানে মানত করা ও তারপরের পুজো নিয়ে এক অন্যরকম প্রথা প্রচলিত। দেবী মহামায়ীর কাছে মানত করলে এবং সেই মানত পূরণ হলে কাঁটা তার নিয়ে ভক্তরা নাচ করেন। সেইসঙ্গে গরম তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয় ভক্তদের। এটাই এখানকার রীতি। সরদার’রা এই পুজোর সূচনা করেছিলেন। বহু যুগ ধরে এইভাবেই এখানে পুজো হয়ে আসছে।
advertisement
advertisement
রও খবর পড়তে ফলো করুন
এই নিয়ে কাঁসরা মহাময়ী মেলা কমিটির সদস্য তপন সিং সরদার বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন এই মেলা ও পুজোয়। প্রায় ২০০ বছরের পুরানো এই পুজো। প্রাচীন কাল থেকে এইভাবেই এই পুজো চলে আসছে। যত দিন যাচ্ছে ভক্তের সংখ্যা বেড়েই চলেছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়! মা মহামায়ীর মানত করলে মানতে হবে নিয়ম