Ajodhya Hills: অযোধ্যা পাহাড়ের দূষণ রোধে কড়াকড়ি! প্লাস্টিকের ব্যবহার নিয়ে বন বিভাগের বড় সিদ্ধান্ত, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জেনে নিন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Ajodhya Hills: পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু অযোধ্যা পাহাড়। বছরে বিভিন্ন সময় এই অযোধ্যায় পর্যটকদের আনাগোনা থাকে। এবার অযোধ্যা পাহাড়ের দূষণ রোধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়ার বন বিভাগ।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বাংলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রুখা ভূমি পুরুলিয়া। ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন রাঢ বঙ্গের এই জেলা। পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু অযোধ্যা পাহাড়। বছরে বিভিন্ন সময় এই অযোধ্যায় পর্যটকদের আনাগোনা থাকে। প্রতিনিয়ত পর্যটক সংখ্যা বাড়ার সঙ্গে অযোধ্যা পাহাড়ের পরিবেশও দূষিত হচ্ছে। তাই অযোধ্যা পাহাড়ের দূষণ রোধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়ার বন বিভাগ।
এবার অযোধ্যা পাহাড়কে প্লাস্টিক ফ্রি জোন করার পরিকল্পনা করছে বন বিভাগ। ইতিমধ্যেই রেঞ্জার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ। এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, সিরকাবাদ ও মাঠায় নাকা চেকিং চালু হবে। কোনও পর্যটক যাতে প্লাস্টিকের ক্যারিব্যাগ, একবার ব্যবহারযোগ্য প্যাকেট বা প্লাস্টিকের জলের বোতল নিয়ে অযোধ্যা পাহাড়ে না ওঠেন সেই বিষয়ে তাঁদের সচেতন করা হবে। এছাড়াও লজ মালিকদের সঙ্গে আলোচনায় বসা হবে। তাঁরাও যাতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন সেই বিষয়ে বন বিভাগের নজর থাকবে।
advertisement
আরও পড়ুনঃ সেনাবাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির স্মার্ট সু-সেন্সর লাগানো গাড়ি! মালদহের দুই পড়ুয়ার তাক লাগানো আবিষ্কার, দেশের সুরক্ষায় অভিনব ভাবনা
অযোধ্যা পাহাড়ে যে সমস্ত দোকানগুলি গড়ে উঠেছে তাঁদের কাছে বিক্রি হওয়া প্লাস্টিকের সামগ্রী থেকে যাতে পরিবেশ দূষণ না হয় সেদিকেও লক্ষ্য রাখবে বন বিভাগ। তাঁদের এই উদ্যোগকে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা সাধুবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন বিভাগের এই উদ্যোগে পাহাড়ের পরিবেশ অনেকটাই ভালো থাকবে বলে মনে করছেন পর্যটকেরা। পাহাড়ের অস্তিত্ব ও সৌন্দর্য রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 14, 2025 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ajodhya Hills: অযোধ্যা পাহাড়ের দূষণ রোধে কড়াকড়ি! প্লাস্টিকের ব্যবহার নিয়ে বন বিভাগের বড় সিদ্ধান্ত, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জেনে নিন
