Malda: সেনাবাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির স্মার্ট সু-সেন্সর লাগানো গাড়ি! মালদহের দুই পড়ুয়ার তাক লাগানো আবিষ্কার, দেশের সুরক্ষায় অভিনব ভাবনা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda: দুই ছাত্রের তৈরি মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, এই জুতো পড়ে ল্যান্ডমাইনে পা দিলেও সেনাবাহিনীর কোনও ক্ষতি হবে না। এদিকে সাধারন জুতো পরে শত্রুপক্ষ ল্যান্ডমাইনে পা রাখলে সেটি বিস্ফোরণ হয়ে শত্রুকে নাশ করবে। এছাড়াও মডেলের মাধ্যমে বিশেষ সেন্সর বসানো সেনাবাহিনীর গাড়ি তুলে ধরা হয়েছে।
মালদহ, জিএম মোমিনঃ দেশের সুরক্ষার ক্ষেত্রে অভিনব চিন্তাধারা মালদহের দুই স্কুল পড়ুয়ার। দেশের সীমান্ত এলাকায় পাহারারত সেনাবাহিনীর কথা মাথায় রেখে এবার নিজেদের মডেলের মাধ্যমে বিশেষ সুরক্ষার প্রযুক্তি তুলে ধরলেন। আধুনিক যুগের চিন্তাধারাকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললেন আস্ত একটি স্মার্ট সু এবং সেন্সর যুক্ত গাড়ি। যেখানে সীমান্তে পাহারারত সেনাবাহিনী নিশ্চিন্তে দেশ সুরক্ষায় কাজ করতে পারবেন। তাঁদের এমন প্রযুক্তিগত মডেল সকলের নজর কেড়েছে।
মালদহ শহরের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির দুই ছাত্র সায়ন সিংহ, রণজিৎ ভাস্কর। তাঁদের এই মডেল আধুনিক প্রযুক্তির অন্যতম উদাহরণ। এই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, জুতো পড়ে ল্যান্ডমাইনে পা দিলেও সেনাবাহিনীর কোনও ক্ষতি হবে না। এদিকে সাধারন জুতো পরে শত্রুপক্ষ ল্যান্ডমাইনে পা রাখলে সেটি বিস্ফোরণ হয়ে শত্রুকে নাশ করবে।
advertisement
আরও পড়ুনঃ প্রশ্নের মুখে ছেলেমেয়েদের ভবিষ্যৎ! স্কুলের দাবিতে এবার মেদিনীপুরে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ
এছাড়াও মডেলের মাধ্যমে বিশেষ সেন্সর বসানো সেনাবাহিনীর গাড়ি তুলে ধরা হয়েছে। বিশেষ স্থানে পারাপারের ক্ষেত্রে শুধুমাত্র সেনাবাহিনীর সেন্সর যুক্ত গাড়ি পারাপার করতে পারবে। এক্ষেত্রে যদি শত্রুপক্ষের গাড়ি পার হওয়ার চেষ্টা করে তাহলে আগে থেকেই সেনাবাহিনী সতর্ক হতে পারবে এবং নিজেদের শক্তি প্রদর্শন করতে পারবেন।
advertisement
advertisement
মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ মহারাজ জানান, “এই বয়সে স্কুল ছাত্রের এমন চিন্তাধারা সত্যি খুব দূরদর্শী। তাঁদের মডেলের মাধ্যমে খুব সুন্দর একটি প্রযুক্তিকে তুলে ধরা হয়েছে। যেখানে দেশরক্ষার ক্ষেত্রে অন্যতম প্রযুক্তির ব্যবহার দেখানো হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের এই দুই স্কুল পড়ুয়ার এমন প্রযুক্তিগত মডেল সকলের নজর কেড়েছে। দেশরক্ষায় যেকোনও জঙ্গি হামলা বা শত্রুদের অনুপ্রবেশ রুখতে এই বিশেষ পদ্ধতি কার্যকর হতে পারে। তাই পাহারারত সেনাবাহিনীর কার্যকলাপে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। বাস্তবে এমন প্রযুক্তির ব্যবহারের হলে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে বলে অভিমত অনেকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
November 14, 2025 2:04 PM IST
