মেদিনীপুর: হিরণ বেশি বাড়াবাড়ি করলে এবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কী কথোপকথন হয়েছিল, তা প্রকাশ করার হুমকি দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো অর্ডিনেটর অজিত মাইতি৷
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাননি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷ গতকাল তিনি অভিযোগ করেন, তিনি অভিনয় করলে সেই ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তৃণমূল৷ তারই পাল্টা হিরণকে হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা৷
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যাননি বলে দাবি করেছেন হিরণ৷ বিজেপি বিধায়কের দাবি, অজিত মাইতির সঙ্গে অভিষেকের দফতরে তাঁর বসে থাকার যে ছবি প্রকাশ্যে এসেছে, তা ভুয়ো৷ অজিত মাইতি পাল্টা দাবি করেছিলেন, হিরণকে এখনই দলে নেওয়া হবে না বলে জানিয়ে দেন অভিষেক৷
আরও পড়ুন: দেব-এনামুল যোগের দাবি হিরণের! এবার পাল্টা চ্যালেঞ্জ করল তৃণমূলও, কী বললেন সায়নী ঘোষ?
তার পরেও গতকাল হিরণ অভিযোগ করেন, 'বাংলার সবথেকে বড় প্রোডিউসার যিনি, তিনি মুখ্যমন্ত্রীর মনোনয়ন পত্রে সই করেন৷ এর পরে তাঁদের মেরুদণ্ড আর সোজা থাকে? আমি ভোটে জেতার পর সেই প্রযোজকই আমাকে ফোন করে বলেছিলেন, তুই জিতেছিস আমি খুশি হয়েছি৷ কিন্তু তোকে নিয়ে ছবি করলে তা রিলিজ করব কী করে? ওরাও নিরুপায়৷' বিজেপি বিধায়ক এর পরে আরও বলেন, 'তৃণমূল এখন ছবি নিয়ে রাজনীতি করছে৷ এর পরে ভিডিও ছাড়বে৷'
হিরণকে পাল্টা জবাব দিতে গিয়ে অজিত মাইতি বলেন, 'ওর মতো চোর, চোট্টা এসব তো বলতে পারব না৷ কিন্তু এটা বলছি, ও সিনেমা করার যোগ্যতা হারিয়েছে৷ অভিষেকের অফিসের ছবি প্রকাশ করে তো প্রথম তথ্যটা দিয়েছি৷ এর পর বাড়াবাড়ি করলে অভিষেক কী বলেছে, ও কী বলেছে, আমি কী বলেছি, এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে কী কী কথা হয়েছে, সেগুলো এবার বাইরে আনব৷'
হিরণ বিতর্কে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ মিথ্যে ছবি ছড়ানো হয়ে থাকলে বিজেপি বিধায়ককে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ হিরণ অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি এসব নিয়ে আদালতে গিয়ে সময় নষ্ট করবেন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajit Maiti, Hiran Chatterjee, TMC