Hiran Chatterjee: হিরণ বাড়াবাড়ি করলে এবার আরও বড় পর্দা ফাঁস! চরম হুঁশিয়ারি দিলেন অজিত মাইতি

Last Updated:

বিজেপি বিধায়কের দাবি, অজিত মাইতির সঙ্গে অভিষেকের দফতরে তাঁর বসে থাকার যে ছবি প্রকাশ্যে এসেছে, তা ভুয়ো৷

হিরণের সঙ্গে অজিত মাইতির সেই বিতর্কিত ছবি৷
হিরণের সঙ্গে অজিত মাইতির সেই বিতর্কিত ছবি৷
মেদিনীপুর: হিরণ বেশি বাড়াবাড়ি করলে এবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কী কথোপকথন হয়েছিল, তা প্রকাশ করার হুমকি দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো অর্ডিনেটর অজিত মাইতি
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাননি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷ গতকাল তিনি অভিযোগ করেন, তিনি অভিনয় করলে সেই ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তৃণমূল৷ তারই পাল্টা হিরণকে হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা৷
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যাননি বলে দাবি করেছেন হিরণ৷ বিজেপি বিধায়কের দাবি, অজিত মাইতির সঙ্গে অভিষেকের দফতরে তাঁর বসে থাকার যে ছবি প্রকাশ্যে এসেছে, তা ভুয়ো৷ অজিত মাইতি পাল্টা দাবি করেছিলেন, হিরণকে এখনই দলে নেওয়া হবে না বলে জানিয়ে দেন অভিষেক৷
advertisement
advertisement
তার পরেও গতকাল হিরণ অভিযোগ করেন, 'বাংলার সবথেকে বড় প্রোডিউসার যিনি, তিনি মুখ্যমন্ত্রীর মনোনয়ন পত্রে সই করেন৷ এর পরে তাঁদের মেরুদণ্ড আর সোজা থাকে? আমি ভোটে জেতার পর সেই প্রযোজকই আমাকে ফোন করে বলেছিলেন, তুই জিতেছিস আমি খুশি হয়েছি৷ কিন্তু তোকে নিয়ে ছবি করলে তা রিলিজ করব কী করে? ওরাও নিরুপায়৷' বিজেপি বিধায়ক এর পরে আরও বলেন, 'তৃণমূল এখন ছবি নিয়ে রাজনীতি করছে৷ এর পরে ভিডিও ছাড়বে৷'
advertisement
হিরণকে পাল্টা জবাব দিতে গিয়ে অজিত মাইতি বলেন, 'ওর মতো চোর, চোট্টা এসব তো বলতে পারব না৷ কিন্তু এটা বলছি, ও সিনেমা করার যোগ্যতা হারিয়েছে৷ অভিষেকের অফিসের ছবি প্রকাশ করে তো প্রথম তথ্যটা দিয়েছি৷ এর পর বাড়াবাড়ি করলে অভিষেক কী বলেছে, ও কী বলেছে, আমি কী বলেছি, এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে কী কী কথা হয়েছে, সেগুলো এবার বাইরে আনব৷'
advertisement
হিরণ বিতর্কে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ মিথ্যে ছবি ছড়ানো হয়ে থাকলে বিজেপি বিধায়ককে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ হিরণ অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি এসব নিয়ে আদালতে গিয়ে সময় নষ্ট করবেন না৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hiran Chatterjee: হিরণ বাড়াবাড়ি করলে এবার আরও বড় পর্দা ফাঁস! চরম হুঁশিয়ারি দিলেন অজিত মাইতি
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement