Hiran Chatterjee: হিরণকে এখনই দলে নেওয়া হবে না, জানিয়ে দেন অভিষেক! এবার নতুন দাবি অজিত মাইতির
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত নেতা অজিত মাইতি অবশ্য ফের দাবি করলেন, হিরণ তাঁর সঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই গিয়েছিলেন।
কলকাতা: হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক যেন থামছেই না। কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল, তৃণমূলে যোগ দিতে চলেছেন খড়্গপুরের বিজেপি বিধায়ক। এর পর গতকালই কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে দলে থাকার আশ্বাস দেন হিরণ।
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত নেতা অজিত মাইতি অবশ্য ফের দাবি করলেন, হিরণ তাঁর সঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই গিয়েছিলেন। কিন্তু তাঁকে এখনই দলে নেওয়া হবে না বলে অভিষেক হিরণকে সেদিনই জানিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা।
advertisement
advertisement
কয়েকদিন আগেই অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবি ভাইরাল হয়। যে ছবি ভিত্তিতে তৃণমূল সূত্রে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরেই ছবিটি তোলা হয়। তৃণমূল সূত্রে আরও খবর ছড়ায়, অভিষেকের সঙ্গে দেখা করতেই তাঁর দফতরে যান হিরণ। এর পরেই বিজেপি-র তারকা বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়।
advertisement
কিন্তু ওই ছবি ভাইরাল হওয়ার পরেই বিজেপি-র পক্ষ থেকে আরও একটি ছবি সামনে আনা হয়। যে ছবিতে হিরণকে একাই দেখা যায়। বিজেপি শিবির পাল্টা দাবি করে, এই ছবিটি ব্যবহার করেই অজিত মাইতির সঙ্গে হিরণের নকল ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
advertisement
এই ছবি বিতর্ক নিয়েও এ দিন মুখ খুলেছেন অজিত মাইতি। নিজের অবস্থানে অনড় থেকে তিনি বলেন, 'উনি ১০০ সাংবাদিক বৈঠক করতে পারেন। উনি যে তারপরেও তৃণমূলে যোগ দেবেন না তার কোন গ্যারান্টি আছে? উনি অভিষেকের সাথে দেখা করেছেন এটা সত্যি। ছবিটিও সত্যি। অভিষেক এখনই নেওয়া হচ্ছে না বলে ওকে জানিয়েছে। অভিষেক বলেছিলেন 'সব শুনলাম , এখন কাউকে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি দলে।' আমাদের ছবিকে ভ্যানিশ করে, তৃণমূল বাদ দিয়ে পিভিআর করেদিল। ওটা ভ্যানিশ করলে কি হবে? কাচে জোড়া ফুল দেখা যাচ্ছে।আমাকে পিসি সরকারের মতো ছবি থেকে ভ্যানিশ করে দিল। এটা এক ধরনের কাঁচা জালিয়াতি।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2023 4:26 PM IST









